পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। BA & মধ্যহইতে যাইয়া তোমাদিগকে ত্বকছেদ ও মূসার ব্যবস্থা পালন করিতে হইবে, এমন শিক্ষা দিয়া তোমাদের মন অস্থির করিয়া তোমাদিগকে সন্দিগ্ধ ক২৫ রিয়াছে, এই কথা আমরা শুনিলাম । তন্নিমিত্তে অণমর একপরামর্শে সভাস্থ হইয়া প্রভূ যীশু খ্ৰীষ্টের ২৬ নামের নিমিত্তে যাহারা প্রাণপণ করিয়াছে, এমন যে আমাদের প্রিয় বর্ণবরা ও পোল, তাহীদের সঙ্গে কে২৭ ন মনোনীত লোকদিগকে তোমাদের নিকটে প্রেরণ কর। বিহিত বুঝিলাম । অতএব যিহুদা ও সীলকে তোমাদের নিকটে পাঠাইলাম, ইহাদের প্রমুখাৎ এই ২৮ কথা বিশেষৰূপে জ্ঞাত হইবা । দেবতাদের প্রসাদ ভক্ষণ ও রক্ত ও গলাটিপিয়া মারা প্রাণি ভক্ষণ, এবং ব্যভিচার কৰ্ম্ম, এই সকল সুনিষিদ্ধ ক্রিয়া ব্যতিরেকে ২৯ তোমাদের উপরে অন্য কোন ভার না দিতে পবিত্র আত্মার এবং আমাদের বিহিত জ্ঞান হইল। অতএব এই সকলহইতে আপনাদিগকে রক্ষা করিলে তোমর ভাল কৰ্ম্ম করিব । তোমাদের মঙ্গল হউক । ৩০ তদনন্তর তাহারা বিদায় পাইলে পর আণন্তিয়খিয়৷ নগরে উপস্থিত হইয়া লোকসমূহকে একত্র করিয়া ৩১ পত্র দিল । তাহাতে তাহারা ঐ পত্র পাঠ করিয়া ৩২ সাল্গুন পাওয়াতে আনন্দিত হইল । অনন্তর बिडून ও সীল স্বয়ং প্রচারক হইয়া ভ্রাতৃগণকে নানা উপ৩৩ দেশ দিয় তাহাদিকে সুস্থির করিল । এই প্রকারে সে স্থানে তাহদের সহিত কিছু দিন যাপন করিয়৷ শেষে প্রেরিতদের কাছে ফিরিয়া যাইবার নিমিত্তে ৩৪ তাহদের নিকটহইতে কল্যাণে বিদায় হইল ; কিন্তু ৩৫ সীল সে স্থানে থাকিতে বাসনা করিল। এবং পৌল 425