পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২৬ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [১৬ অধ্যায় । ও বর্ণব এবং অনেক শিষ্যের লোকদিগকে উপদেশ দিতে ২ প্রভুর সুসমাচার প্রচার করিতেই আন্তিয়খিয়াতে কণল যাপন করিল ৷ তদনন্তর কতক দিনের পর পোল বর্ণববাকে কহিল, ৩৬ আইস, আমরা যে সমস্ত নগরে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছি, সে সকল নগরে পুনৰ্ব্বার যাইয়। ভ্রাতৃগণ কেমন আছে, ইহ দেখিতে তাছাদের সহিত সাক্ষাৎ করি । তাহাতে মাক নামে বিখ্যাত যোক্তন ৩৭ কে সঙ্গে লইতে বর্ণকার মত ছিল ; কিন্তু সে ব্যক্তি ৩৮ পূৰ্ব্বে তাছাদের সহিত কাৰ্য্যেতে না গিয়া পম্ফুলিয়। দেশে তাহাদিগকে ত্যাগ করিয়াছিল, এই জন্যে পোল তাহাকে সঙ্গে লওয়া অনুচিত বোধ করিল। এৰূপে তাহণদের অত্যন্ত বিরোধ হওয়াতে তাহারা প- ৩৯ রস্পর পৃথক হইল ; তাহাতে বর্ণবা মার্ককে লইয়। কুপ্র উপদ্বীপে জাহাজে গমন করিল। কিন্তু পেল ৪ • সীলকে মনোনীত করিয়া ভ্রাতৃগণের দ্বারা ঈশ্বরের অনু গ্রহুেতে সমৰ্পিত হইয় প্রস্থান পূর্বক সুরিয়া ও কিলিকি ৪১ য়। দেশ দিয়া মণ্ডলীগণকে স্থির করিতে ২ গমন করিল। ১৬ অধ্যায় । ১ ভীমথিয়ের আকৃছেদ করণ ৬ ও ফিলিপপী নগরে পৌলের গমন ১১ ও লুদিয়ার মনঃপরিবহন ও বাপ্তিস্ম ১১ ও পৌলের দ্বারা দৈবড় ভূত বিশিষ্ট বালিকাকে সুস্থ করণ ও তৎপ্রযুক্ত তাহার কৰ্ত্তাদের ক্রোধ করণ ২৫ ও তন্নিমিত্তে পৌলকে ও সীলকে কারাগারে বদ্ধ করণ ও কারাগারের রক্ষাকৰ্ত্তার মনঃপরিবর্তন ও বাপ্তিস্ম ৩৫ ৪ পৌল ও সীলের কারাগার হইতে মুক্তি । তদনন্তর পোল দবী ও লুস্ত্র নগরেতে উপস্থিত ১ হইল ; সে স্থানে তীমথিয় নামে এক শিষ্য ছিল ; সে এক বিশ্বাসকারিণী যিহুদীয় স্ত্রীর গৰ্বজাত বটে, 426