পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NO3 মথিলিখিত সুসমাচার। [১২ অধ্যায় । নিকটে প্রকাশ করিলা, এ নিমিত্তে তোমার ধন্যবাদ করিতেছি । হে পিতঃ, এই মত হউক, কারণ ইহা তোমার ২৬ দৃষ্টিতে উত্তম । পিতাকর্তৃক আমার নিকটে সকলই সম- ২৭ পিত আছে; আর পিতা ব্যতিরেক কেহ পুত্রকে জানে না, এবং পুত্র ও যে জনের প্রতি পুত্র পিতাকে প্রকাশ করেন, ত৷হাদের ব্যতিরেকে কেহই পিতাকে জানে না । হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, তোমর। অামার ২৮ নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব । আমি ২৯ ক্ষান্তশীল ও নমুমন, এই হেতুক আমার র্যোয়ালি আপনাদের উপরে ধরিয়৷ লও, এবং আমার স্থানে শিক্ষা কর; তাহাতে তোমর। আপন২ মনেতে বিশ্রাম পাইবা । কেনন। ৩০ আমার র্যোয়ালি অনায়াস, ও আমার ভার লঘু । ১২ অধ্যায় । ১ বিশ্রামবার বিষয়ে খ্রীস্টের উপদেশ ৯ ও শুষ্ক হস্তের সুস্থ করণ ১৪ ও স্ত্রীষ্টের প্রতি ফিরুশিদের কুমন্ত্রণ ও তাহার বিষয়ে ভবিষ্যদ্বাক্যের সিদ্ধি ২২ ও ভূতগুস্ত ও অন্ধ ও গুঙ্গা লোকের সুস্থ করণ ৩১ ও কথা কহনের বিষয়ে উপদেশ ৩৮ ও মূনস ও দক্ষিণ দেশের রাণীর কথাদ্ধার চিহ্নচেষ্টাকারিদের প্রতি অনুযোগ ৪৩ ও অপবিত্র ভূতগুস্ত লোকের বিবরণ ৪১ ও মাতা ও ভুক্তৃিগণের বিষয়ে উপদেশ। তৎকালে যীশু বিশ্রামবারে শস্যের ক্ষেত্ৰ দিয়া গমন ১ করিলে তাছার শিষ্যের ক্ষুধিত হইয়। শস্যের শীষ ছিড়িয়৷২ খাইতে লাগিল । তাহ দেখিয় ফিন্ধশির যীশুকে ২ কহিল, দেখ, বিশ্রামবারে যে কৰ্ম্ম কৰ্ত্তব্য নয়, তাহাই তোমার শিষ্যগণ করিতেছে । তিনি তাহাদিগকে কহিলেন, ৩ দায়ুদ ও তাহার সঙ্গির ক্ষুধিত হইয়। যেই কৰ্ম্ম করিল, তাহা কি তোমরা পাঠ কর নাই ? সে ঈশ্বরের আবাসে ৪ প্রবেশ করিয়া যে দর্শনরুটা যাজকবর্গ ব্যতিরেক তাহার 34