পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O වන প্রেরিত দের ক্রিয়ার বিবরণ। [১৬ অধ্যায় । য়। কহিল, ওহে, আমরা সকলেই এ স্থানে আছি; তুমি আপন প্রাণের কিছু হিংসা করিও না । তখন প্রদীপ আনিতে কহিয়া সে কম্পবান হুইয়া লম্ফপূ বর্বক ভিতরে অসিয়া পোলের এবং সীলের চরণে পড়িল । পরে সে তাহাদিগকে বাহিরে অগনিয়া জিজ্ঞাসা করিল, হে মহাশয়েরা, পরিত্রাণ পাইবার নিমিত্তে আমাকে কি করিতে হইবে ? তাহাতে তাহারা কহিল, প্রভূ যীশু খ্রীষ্টেতে বিশ্বাস কর ; তাহাতেই তুমি সপরিবারে ত্রাণ পাইবা । পরে তাহাকে এবং ঐ গৃহস্থিত সমস্ত লোককে প্রভুর কথা কহিতে লাগিল । এবং সেই রাত্রির তদণ্ডেই সে তাহাদিগকে লইয়। তাহীদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল ; এবং সে অণপনি ও তাহার পরিবার সকলে তৎসময়ে বাপ্তাইজিত হইল । পরে তাহাদিগকে আপন বাটতে আনিয় তাহদের সম্মুখে খাদ্যসামগ্রী রাখিল ; এবং সে আপনি ও তাহার পরিবার সকলে ঈশ্বরেতে বিশ্বাস করিয়া আনন্দিত হইল । পরে দিন উপস্থিত হইলে ঐ লোকদিগকে ছাড়িয়া দেও, এই কথা কহিতে শাসনকৰ্ত্তারা পদাতিকগণকে পাঠাইল । কারাগাররক্ষক পোলকে ঐ সংবাদ দিয়া কহিল, শাসনকৰ্ত্তারা তোমাদিগকে ছাড়িয়া দিতে লোক প্রেরণ করিয়াছে, এখন তোমরা বহির্গত হইয়া কুশলে প্রস্থান কর । কিন্তু পোল তাহাদিগকে কহিল, রোমীয় লোক যে আমরা, আমাদের কোন দোষ নিশ্চয় না করিয়া সকলের সাক্ষাতে অণমাদিগকে কোড়। মারিয়া কারাগারে বদ্ধ করিয়াছে ; এই ক্ষণে কি গোপনে অমাদিগকে ছাড়িয়া দিবে ? তা 430 R సె No o N○> Nうえ ○、○ No. 8 Nう○ NうS) No Q