পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8●● প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [১৮ অধ্যায়। করিল ; এবং প্রতি বিশ্রামবারে ভজনালয়ে যাইয়। বিচার করণ পূৰ্ব্বক যিহুদীয়দিগকে এবং অন্যদেশীয়দিগকে লওয়াইতে লাগিল । অপর সীল ও তীমথিয় মাকিদনিয়া দেশহইতে আইলে পর, যীশু যে অভিষিক্ত ত্ৰাতা বটেন, পোল আত্মাতে অণকৃষ্ট হইয়। যিহুদীয়দের নিকটে ইহার প্রমাণ দিল । কিন্তু তাহার অত্যন্ত বিরোধ করিয়া নিন্দাকথা কহিলে পোল বস্ত্র ঝাড়িয়া এই কথা কহিল, তোমাদের রক্তপাতের দোষ তোমাদেরই প্রতি বর্ভূক, তাহাতে আমি নির্দোষ; অদ্যাবধি ভিন্ন দেশীয়দের নিকটে যাই । পরে সে তখাহইতে প্রস্থান পূর্বক ভজনালয়ের নিকটস্থ যুষ্ট নামে ঈশ্বরের ভক্ত এক জনের বাটীতে প্রবেশ করিল। অণর ক্রীস্প নামে ভজনালয়ের এক অধ্যক্ষ সপরিবারে প্রভুতে বিশ্বাস করিল ; এবং অনেক করিন্থ নগরীয় লোক শুনিয়া বিশ্বাস করণ পূর্বক বাপ্তাইজিত হইল । পরে রাত্রিকালে প্ৰভু পোলকে দর্শনেতে কছিলেন, ভয় করিও না, নিরস্ত না হইয়া কথা প্রচার কর । আমি তোমার সঙ্গে আছি, হিংসা করণার্থে কেহই তোমাকে স্পর্শ করিতে পারিবে না ; এ নগরে আমার অনেক লোক আছে । তাছাতে পৌল প্রায় দেড় বৎসর পর্যন্ত সেই স্থানে অবস্থিতি করিয়া ঈশ্বরের কথার উপদেশ দিল । অপর গাল্লিয়ে নামে এক ব্যক্তি অাখায়া দেশের অধিপতি হইলে, যিহুদীয়ের একবাক্য হইয় পোলকে আক্রমণ করিয়া বিচারস্থানে লইয়া গিয়া, এই মনুষ্য ব্যবস্থার বিরুদ্ধে ঈশ্বরের ভজনা করিতে লোকদিগকে প্রবৃত্তি দিতেছে, এই নিবেদন করিল । তাহাতে পৌল 436 8 > X > R > Nう > 8