পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Nひb〜 প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । [১৮ অধ্যায় । যাইয়। মণ্ডলীকে নমস্কার করিয়া তথাহইতে অন্তিয়খিয়া নগরেতে প্রস্থান করিল । এবং সে স্থানে ২৩ কিছু কাল যাপন করিলে তথাহইতে প্রস্থান করিয়া তাবৎ শিষ্যদের মনঃসুস্থির করিতে২ ক্রমশো গলাতিয়া ও ফরুগিয়া দেশ ভ্রমণ করিয়া চলিল । ঐ সময়ে সিকন্দরিয়া নগরে জাত আপল্লো নামে ২৪ ধৰ্ম্মশাস্ত্রে তৎপর ও সুবক্তা এক যিহুদীয় লোক ই ফিষ নগরে আইল । সে প্রভুর পথে শিক্ষিত ও ২৫ মনে উদযোগী হইয়া যোহনের বাপ্তিস্মমাত্র জানিয়াও বিশেষৰূপে প্রভুর কথা কহিয়া উপদেশ দিল । পরে এ ব্যক্তি নিৰ্ভয়েতে ভজনালয়ে কহিতে লাগিল; ২৬ তাহাতে আকিলা ও প্রিস্কিল্লা তাহার উপদেশকথা শুনিয় তাহাকে আপনাদের নিকটে অগনিয়া বিশেষৰূপে ঈশ্বরের পথ বুঝাইয়া দিল । পরে সে আখা- ২৭ য়া দেশে যাইতে মানস করিলে তথাকার শিষ্যগণ যেন তাহাকে গ্রাহ করে, ভ্রাতৃগণ এই কথা লিখিয়া পাঠাইলে আপল্লো সে স্থানে উপস্থিত হইয়া অনুগ্রহেতে প্রত্যয়কারিদের বিস্তর উপকার করিল ; ফলতঃ যীশু যে অভিষিক্ত ত্ৰাত, ইহা শাস্ত্র প্রমাণ ২৮ দিয়া প্রকাশ ৰূপে প্রতিপন্ন করিয়া যিহুদীয়দিগকে অতিশয় অপ্রতিভ করিল ৷ ১১ অধ্যায় । ১ পৌলের হস্তদ্ধার বারে জনকে পবিত্র আত্মা দান ৮ ও পৌলের অনেক লোকের বিপরীতে বিবাদ করণ ও অনেক লোককে সুস্থ করণ ১৩ ও অপবিত্র ভূতদ্বারা স্কিবার পুত্ৰগণের ক্ষতবিক্ষত হওন ও মায়াবি পুস্তকের দগ্ধ হওন ২১ ও দীর্মাত্রিয় স্বর্ণকারের পৌলের ধি রুদ্ধে কলহ করণ ও নগরের অধ্যক্ষদ্বারা তাহার নিবারণ । 4.38