পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। 883 ২• দগ্ধ হইয়াছে । এই প্রকারে প্রভুর কথা সৰ্ব্বত্র ব্যা পিয়া প্রবল হইল । ২১ অপর এই সকল কৰ্ম্ম সম্পন্ন হইলে পোল মাকিদনিয়া ও আখাম দেশদিয়া যিৰূশালমে যাইতে মনস্থ করিয়া কহিল, তথায় যাত্রা করিলে পর আমাকে রো২২ মা নগর দেখিতে হইবে । পরে আপনার অনুগত লোকদের মধ্যহইতে তীমথিয় ও ইরাস্ত, এই দুই জনকে মাকিদনিয়া দেশে প্রেরণ করিয়া আপনি অ|২৩ শিয়। দেশেতে আর কিছু কাল থাকিল ৷ কিন্তু তৎসময়ে এই মতের বিষয়ে মহা এক কলহ হইয়৷ উ২৪ ঠিল । তাহার কারণ এই, দীয়ানার রূপ্যময় মন্দির নিৰ্ম্মাণ করিয়া আপনার এবং তাবৎ সুশিল্পকারের যথেষ্ট লাভ জন্মাইত যে দীর্মীত্রিয় নামে এক স্বর্ণ২৫ কার, সে তাহাদিগকে এবং সেই ব্যবসায়ি তাবৎ লোককে ডাকিয় কহিল, হে মহাশয়েরা, এই ব্যবসায়দ্বারাই আমাদের সংসারের নির্বাহ হয়, ইহা তোম২ ৩ রা জ্ঞাত আছ । কিন্তু হস্তনিৰ্ম্মিত ঈশ্বর ঈশ্বর নয়, পোল নামে এক ব্যক্তি এ কথা বলিয়া কেবল ইফিষ নগরে নয়, প্রায় সমস্ত অণশিয়া দেশে প্রবত্তি দিয়া K অনেক লোকের মতি ফিরাইয়াছে, ইহা তোমরা দে২৭ খিতেছ এবং শুনিতেছ। তাহাতে আমাদের ব্যবসায়ের সর্বতোভাবে হানি হওনের সম্ভাবনা, ইহা কেবেল নয়, আশিয়া দেশস্থ বরং সমুদয় জগৎস্থ লোকের পূজ্য যে দীয়ান মহাদেবী, তাহার মন্দিরকে অবজ্ঞা করণের ও র্তাহার ঐশ্বৰ্য্যের নাশ হওনেরও ২৮ সম্ভাবনা আছে। এমন কথা শুনিয়া তাহারা মহা ক্রোধান্বিত হইয়া উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, ইফিষী 44.1