পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88S) প্রেরিতদের ক্রিয়ীর বিবরন । [২০ অধ্যায় । মাকে কি২ ঘটিবে, তাহ জানি না, কিন্তু আমাকে ২৩ বন্ধন ও ক্লেশ ভোগ করিতে হইবে, ইহা পবিত্র অত্মা নগরে ২ প্রমাণ দিতেছেন । কিন্তু সে ক্লেশ আ|- ২৪ মি তৃণ জ্ঞানও করি না, এবং ঈশ্বরের অনুগ্রহের যে সুসমাচার, তাহার প্রমাণ দিবার জন্যে প্রভূ যীশুর নিকটে যে সেবার ভার পাইয়াছি, সেই সেবা সাধন করিতে ও আনন্দ পূর্বক আপন কাৰ্য নিষ্ণু পন্ন করিতে আপনার প্রাণকেও প্রিয় জ্ঞান করি না । আর এখন দেখ, যাহীদের নিকটে আমি ঈশ্বরের ২৫ রাজত্বের সুসমাচার প্রচার করিয়া ভ্রমণ করিয়াছি, এমন যে তোমরা, তোমরা সকলে আমার মুখ আর দেখিতে পাইব না, ইহাও আমি জানি । আমি ২৬ ঈশ্বরের সমস্ত আদেশ প্রকাশ করিতে নিবৃত্ত হইলাম না । অামি তাবৎ লোকের রক্তপাতের দোষ- ২৭ হইতে যে নির্দোয আছি, অদ্য তোমাদিগকে ইহার সাক্ষী করি ৷ তোমরা আপনাদের বিষয়ে, এবং যে ২৮ পালের সকলের উপরে পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া নিযুক্ত করিয়াছেন, তাহার বিষয়ে সাবধান হও ; ও যে মণ্ডলীকে প্রভু আপন রক্তপীতের দ্বারা ক্রয় করিয়াছেন, তাহার প্রতিপালন কর । কেননা আমি প্রস্থান করিলেই দুরন্ত কেন্দুয়াব্যাঘ ২৯ তোমাদের মধ্যে প্রবেশ করিয়া পালের প্রতি নির্দয় আচরণ করিবে ; বরঞ্চ তোমাদের মধ্য হইতে কোন ৩ • লোকেরা উঠিয়া আপনাদের নিকটে শিষ্যগণকে হরণ করিতে বিপরীত উপদেশ দিবে, ইহা অামি জানি । এই জন্যে তোমরা সচেতন হইয়া থাক ; আর আ- ৩১ মি যে অশ্রুপাতপূৰ্ব্বক তিন বৎসর পর্যন্ত দিবারা 446