পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। ఇgసి ১১ ভবিষ্যদ্বক্ত। উপস্থিত হইল । সে আমাদের নিকটে অগসিয়৷ পোলের কটিবন্ধন লইয়। আপনার হস্ত পদ বন্ধন পূর্বক কহিল, পবিত্র আত্মা এই কথা কহিতেছেন, যাহার এই কটিবন্ধন, তাহাকে যিহুদীয়ের যিৰূশালম নগরে এই প্রকারে বন্ধন করিয়া অন্যদেশী১২ মদিগের হস্তে সমর্পণ করিবে । এমন কথা শুনিয়! আমরা এবং তন্নগরবাসি লোকের পোলকে ফিকশা১৩ লমে না যাইতে বিনতি করিলাম । কিন্তু সে উত্তর করিল, তোমরা ক্রনদন করিয়া অামার অন্তঃকরণ বিদীর্ণ করিয়া কি করিতেছ ? প্রভূ যীশুর নামের নিমিত্তে যিৰূশালমে বদ্ধ হইতে প্রস্তুত আছি তাহা কে১ ৪ বল নয়, প্রাণ দিতেও প্রস্তুত আছি । সে আমাদের কথা গ্রাহ না করিলে, ঈশ্বরের যেমন ইচ্ছ। তাহাই ১৫ হউক, ইহা বলিয়। আমরা নিরস্ত হইলাম। পরদিনে পাথেয় সামগ্ৰী লইয়৷ ষিদ্ধশালমে যাত্রা করিলাম । ১৬ তাহতে কৈসরিয়া নগরবাসি কএক শিষ্য আমাদের সঙ্গে যাইয়। কুপ্রীয় মুসোন নামে যে প্রাচীন শিষ্যের সহিত আমাদিগকে বাস করিতে হইবে, তাহার নিকটে আমাদিগকে লইয়া গেল । ১৭ পরে আমরা বিন্ধশালমে উপস্থিত হইলে ੋਂ ১৮ গণ আহলাদে অণমাদিগকে গ্রহণ করিল । পরদিনে প্রাচীন লোক সকল যাকুবের নিকটে সভাস্থ হইলে ১৯ পৌল আমাদের সহিত তথায় প্রবেশ করিল ; এবং তাহাদিগকে নমস্কার করিয়া তাহার প্রচারদ্বারা অন্যদেশীয়দের প্রতি ঈশ্বর যে সকল কৰ্ম্ম সাধন করিয়াছেন, তাহার বিবরণ আনুপূর্বিক কহিতে লাগিল । ২ • ইহা শুনিয় তাহার প্রভুর ধন্যবাদ করিয়া এই কথা 449