পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vうや মথিলিখিত সুসমাচার। [১২ অধ্যায় । “ মনোনীত সেবককে ও আমার মনস্তুষ্টি জনক প্রিয়কে দেখ; “ আমি তাহার উপরে আপন তাত্মাকে স্থায়ী করিব, “ তাহাতে তিনি অন্যদেশীয়দের নিকটে রাজনীতি প্রকাশ “ করিবেন ; এবং কলহ কিম্বা উচ্চশবদ করিবেন না, ও ১৯ “ রাজপথে কেহ তাহার রব শুনিতে পাইবে না ; তিনি ২০ “যাবৎ রাজনীতি প্রকৃতরূপে প্রচলিত না করেন, তাবৎ “ থেতলা নল ভাঙ্গিবেন না, ও সপ্তম শলিতা নিৰ্ব্বাণ করি“ বেন না ; এবং অন্য দেশীয়েরা তাহার নামে প্রত্যাশ। ২১ * রাখিবে ৷ ” পরে লোকের এক ভূতগ্রস্ত অন্ধ গুঙ্গা মনুষ্যকে তাহার ২২ নিকটে আনিলে পর তিনি তাহাকে সুস্থ করিলেন, তাহাতে সে অন্ধ গুঙ্গা দেখিতে এবং কথা কহিতে লাগিল । ইহাতে সকলে বিস্ময়াপন্ন হইয়। কহিল, ইনি কি দায়ুদের ২৩ সন্তান নহেন ? কিন্তু ফিৰূশিরা তাহ শুনিয়া কহিল, বাল- ২৪ সিৰূর্ব নামে ভূতরাজ ব্যতিরেকে এ ব্যক্তি ভূতদিগকে ছাড়ায় না । তখন যীশু তাহাদের এমত মানস জানিয়া ২৫ তাহাদিগকে কহিলেন, কোন রাজ্য যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে সে উচ্ছিন্ন হয়; এবং যে কোন নগর কিম্বা পরিবার আপনার বিপক্ষে ভিন্ন হয়, সে থাকিতে পারে ন। তদ্রুপ শয়তান যদি শয়তানকে বহির্ভূত করিয়া ২৬ আপন বিপক্ষে ভিন্ন হয়, তবে তাহার রাজ্য কি প্রকারে থাকিবে ? আর আমি যদি বালুসিবু দ্বারা ভূতদিগকে ২৭ ছাড়াই, তবে তোমাদের সন্তানেরা কাহার দ্বারা ছাড়ায় ? অতএব তোমাদের ইহার বিচারকর্তা তাহারাই হইবে । কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মাম্বারা ভূতদিগকে ছাড়াই, ২৮ তবে ঈশ্বরের রাজত্ব অবশ্য তোমাদের নিকটে উপ স্থিত হইল। আর কেহ প্রবল ব্যক্তিকে প্রথমে বন্ধন না ২৯ 36