পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৫২ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। [২ অধ্যায়। যাইতে আজ্ঞা দিল । পরে সোপানের উপরে উপ- ৩৫ স্থিত হইলে লোকদিগের অত্যন্ত ঠেলাঠেলি প্রযুক্ত সেনাগণ পোলকে তুলিয়া লইয়া গেল । যেহেতুক ৩৬ লোক সকল পশ্চাদগামী হইয়া, ইহাকে দূর কর, এই কথা উচ্চৈঃস্বরে কছিল । পরে পোল দুর্গে আনীত হওন সময়ে ঐ সহস্ৰ- ৩৭ সেনাপতিকে কহিল, আপনকার নিকটে কথা কহিতে অনুমতি দেও ! তাহাতে সে জিজ্ঞাসিল, তুমি কি 型 নানীয় ভাষা জান ? যে ব্যক্তি পূৰ্ব্বকালে কলহ ক- ৩৮ রিয়া চারি সহস্র ঘাতককে সঙ্গে করিয়া প্রান্তরে গিয়াছিল, তুমি কি সেই মিস্ট্রীয় ব্যক্তি নও ? তখন ৩৯ পেীল কছিল, আমি কিলিকিয় দেশের তার্ষ নগরের যিহুদীয় লোক, আমি সামান্য নগরের মনুষ্য নহি ; অতএব বিনতি করি, লোকদিগের নিকটে অামাকে কথা কহিতে অনুমতি দেও । অনন্তর সে অনুমতি ৪ • দিলে পোল সোপানের উপরে দাড়াইয়া হস্তদ্বারা ইঙ্গিত করিলে সকলেই সুস্থির হইল । ২২ অধ্যায় । ১ লোকদের প্রতি পৌলের নিবেদন ২২ ও পৌন্সের বিরুদ্ধে লোকদের কথা ও তাহাকে কোড়া মারিতে সেনাপত্তির আজ্ঞা দেওন ৩০ ও জাহাকে প্রহার ক্ষম করণ ও যিহুদীয়দের সভাদ্ধারা তা হার বিচার করিতে আভা দেওন । তখন পোল ইত্ৰীয় ভাষাতে কহিতে লাগিল, হে ১ পিতৃ ভ্রাতৃগণ, এখন অামার নিবেদনে অবধান কর । তখন সে ইত্ৰীয় ভাষায় কথা কহিতেছে, ইহা শুনিয়া ২ লোকেরা আরও নিঃশব্দ হইয়। থাকিল । পরে সে ৩ কহিল, আমি নিতান্ত যিহুদীয় লোক, কিলিকিয়া দে 452