পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8(t○ প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । [২৩ অধ্যায় । অনন্তর যিহুদীয় লোকের পোলের অপবাদ কেন ৩• করিতেছে, তাহার বৃত্তান্ত জানিতে ইচ্ছা করিয়া সহস্ৰসেনাপতি পরদিনে পৌলকে বন্ধনহইতে মুক্ত করিয়৷ প্রধান যাজকগণকে ও মহাসভার তাবৎ লোককে উপস্থিত হইতে আগজা দিয়। তাছাদের নিকটে পোলকে নামাইয়। রাখিল । ২৩ অধ্যায় । ১ পৌলের বিচার ও তাহাকে চড় মারিতে মহাযাজকের অাডা ও অপবাদকের ভেদ ১২ ও তাহাকে বধ করিতে চল্লিশ জনের প্রতিজ্ঞা করণ ১১ ও তাহার ভাগিনেয়দ্বারা সে কথা সহসুসেনাপতির কাছে প্রকাশিত হইলে তাহাদ্বারা পৌলের মুক্তি ৩১ ও ফলিক্‌সের কাছে পৌলের প্রেরণ। অপর পেীল সভাস্থ লোকদের প্রতি একদৃষ্টি করি- ১ য়া কছিল, হে ভ্রাতৃগণ, অদ্য পর্যন্ত সৰ্ব্ব প্রকার সরল মন পূৰ্ব্বক ঈশ্বরের সাক্ষাতে আচার করিয়া আসিতেছি । ইহাতে আননিয় নামে মহাযাজক তাহার ২ গালে চড় মারিতে নিকটস্থ লোকদিগকে আজ্ঞা দিল । তখন পোল তাহাকে কহিল, হে কপটি মনুষ্য, ঈশ্বর ৩ তোমাকে প্রহার করিতে উদ্যত আছেন, যেহেতুক ব্যবস্থানুসারে বিচার করিতে বসিয়া ব্যবস্থা লঙ্ঘন করিয়া আমাকে প্রহার করিতে আজ্ঞা দিতেছ । তা- ৪ হাতে নিকটস্থ লোকেরা কহিল, তুমি কি ঈশ্বরের মহাযাজককে নিন্দ করিতেছ ? তাহাতে পৌল উত্তর ৫ করিল, হে ভ্রাতৃগণ, ইনি যে মহাযাজক, তাহা বুঝিলাম না ; তদ্ভিন্ন “ আপন লোকদের শাসনকৰ্ত্তাকে aমাপ দিও না,’’ এমন লিপি আছে । পরে পেীল ৬ তাছাদের একাংশ সিদুকী ও একাংশ ফিকশী দেখিয় উচ্চৈঃস্বরে সভাস্থদিগকে কহিল, হে ভ্রাতৃগণ, আমি 456