পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ।] প্রেরির্তদের ক্রিয়ার বিবরণ। 8(t。 এখন কেবল মহাশয়ের অনুমতির অপেক্ষা করিতেছ। ২২ এই যে কথা তুমি নিবেদন করিল, তাহা কাহাকেও বলিও না, এই কথা বলিয়। সহসুসেনাপতি ঐ যুবকে ২৩ বিদায় করিল। পরে দুই জন শতসেনাপতিকে ডাকিয়া এই আজ্ঞা দিল, তোমরা এক প্রহর রাত্রি থাকিতে কৈসরিয়া নগরে যাইতে मूत्रे শত পদাতিক সৈন্য ও সত্তর জন অশ্বান্ধঢ় সৈন্য এবং দুই শত ২৪ বড়শাধারি সৈন্য প্রস্তুত কর; এবং পোলকে আরোহণ করাইয়া ফালিকস অধ্যক্ষের নিকটে নিৰ্ব্বিঘুে ল২৫ ইয়া যাইতে বাহন সকল উপস্থিত কর । পরে পত্র ২৬ লিখিয়া দিল । ঐ পত্রের বিবরণ এই ; ‘মহামহিম ঐযুক্ত কীলিকস অধ্যক্ষের নিকটে ক্লেদিয় লুষিয়ের ২৭ নমস্কার । যিহুদীয় লোকের পূর্বে এই মনুষ্যকে ধরিয়া স্বহস্তে বধ করিবার উদযোগ করিতেছিল ; ইতোমধ্যে আমি সসৈন্য উপস্থিত হইলে ঐ ব্যক্তি যে রোমি লোক তাহ অবগত হইয়। ইহাকে রক্ষা করি২৮ লাম । তাহার পর কি নিমিত্তে তাহারা ইহাকে অপবাদিত করিতেছে, তাহ জানিবার জন্যে তাছাদের ২৯ সভাতে ইহাকে আনাইলাম । তাহাতে তাহদের ব্যবস্থার বিরুদ্ধ কোন কথাতে এ ব্যক্তি অপবাদিত হইল বটে, কিন্তু সে শৃঙ্খলেতে বদ্ধ কি প্রাণদণ্ডের যোগ্য হইতে পারে, তাহার এমন কোন দোষ দেখি৩০ লাম না । তথাপি এই মনুষ্যের নিমিত্তে যিহুদীয়ের ঘাটি বসাইতেছে, এই সমাচার পাইয়। তৎক্ষণাৎ তোমার নিকটে ইহাকে প্রেরণ করিলাম ; এবং ইহার অপবাদকদিগকেও তোমার নিকটে যাইয়া অপ বাদ দিতে আজ্ঞা করিলাম । তোমার মঙ্গল হউক । 459