পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8\ბა প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। . [২৪ অধ্যায় । পরে সৈন্যগণ আজ্ঞানুসারে পোলকে লইয়। ঐ ৩১ রাত্রিতে অন্তিপাত্রি নগরে আনিল । পরদিনে তাহার ৩২ সঙ্গে যাইতে অশ্বাৰূঢ় সৈন্যগণকে রাখিয় অন্য সকলে দুর্গেতে ফিরিয়া গেল। পরে অশ্বাৰূঢ়গণ কৈসর- ৩৩ য়া নগরে উপস্থিত হইয়। অধ্যক্ষের হস্তে সেই লিপি দিয়া তাহার নিকটে পোলকে উপস্থিত করিল । ত- ৩৪ খন অধ্যক্ষ ঐ পত্র পাঠ করিয়া জিজ্ঞাসা করিল এ ব্যক্তি কোন প্রদেশীয় লোক ? এবং সে কিলিকিয়। প্রদেশীয় এক জন, ইহা জানিয়া কহিল, তো- ৩৫ মার অপবাদকারিগণ আইলে পর তোমার কথা শুনিব ; পরে হেরোদের রাজগৃহে তাহাকে রাখিতে আজিজ্ঞা দিল । ২৪ অধ্যায় । ১ ফীলিকৃসের সাক্ষাভে পৌলের বিচার ও তাহার অপবাদকের কথা ১০ ও পৌলের উত্তর ২২ ও তাহার বিচারের বিলম্ব করণ ২৪ ও ফীলিক্স ও তাহার স্ত্রীর সঙ্গে পৌলের ধর্মকথোপকথন । তদনন্তর পাচ দিনের পর অননিয় নামে মহাযাজক ১ অধ্যক্ষের সম্মুখে পোলের প্রতিকুলে নিবেদন করিতে ততুল্ল নামে এক জন বক্তাকে এবং প্রাচীনবগকে সঙ্গে করিয়া কৈসরিয়া নগরে আইল । তাছাতে পোল ২ আনীত হইলে পর ততুল্ল তাহার অপবাদের কথা ক হিতে লাগিল ; হে মহামহিম ফলিক্স, আপনকার দ্বার। আমরা অতি নির্বিঘ্নে কাল যাপন করিতেছি, এবং আপনকার পরিণামদশিতাদ্বারা এতদেশীয়দের অনেক মঙ্গল ঘটিয়াছে, এই নিমিত্তে অতি কৃতজ্ঞ হই- ৩ য়। সৰ্ব্বত্ৰ সৰ্ব্বদা আপনকার গুণ গান করিয়া থাকি ৷ কিন্তু অনেক কথা কহিতে গেলে অাপনকার ব্যামোহ ৪ 460