পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায় ।] , গ্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8や。 যেন বোধ না হয়, এই জন্যে সংক্ষেপে বলি, অনুগ্রহ ৫ পূর্বক শ্রবণ করুন । মহামারীস্বৰূপ এই ব্যক্তি নাসরতীয় মতাবলম্বি দলের প্রধান হইয়। রাজ্যের তাবৎ দেশে যিহুদীয় সকলকে রাজদ্রোহ আচরণে প্র৬ বৃত্ত করিয়া মন্দির অশুচি করিতে চেষ্ট পাইতেছিল; এই জন্যে আমরা ইহাকে ধরিয়া আপনাদের ব্যবস্থানুসারে ইহার বিচার করিতে প্রবৃত্ত হইতেছিলাম । ৭ কিন্তু লুষিয় সহস্সেনাপতি অগসিয়া মহাবলেতে অামা৮ দের হস্তহইতে ইহাকে ছাড়াইয়া লইয়া ইহার অপবাদকদিগকে আপনকার নিকটে আসিতে অণজ্ঞ করিল । আমরা যে বিষয়ে তাহার অপবাদ করি, আণপনি ঐ অপবাদের কথা বিচার করিলে ইহার তাবৎ ৯ বৃত্তান্ত অবগত হইতে পরিবেন । তাহাতে যি হুদীয়েরাও স্বীকার করিয়া কহিল, এই কথাই প্রমাণ । ১ ও পরে অধ্যক্ষ পোলকে উত্তর করিতে ইঙ্গিত করিলে সে কহিতে লাগিল; আপনি বহুবৎসরাবধি এতদেশের শাসনকৰ্ত্ত হইয়াছেন, ইহা জ্ঞাত হইয়৷ উত্তর ১ ১ করিতে সাহস পাইলাম । অদ্য কেবল দ্বাদশ দিবস হইল, আমি আরাধনা করিতে যিৰূশালম নগরে গে১২ লাম, ইহা অণপনি অবগত হইতে পরিবেন । কিন্তু ইছারা মন্দিরের মধ্যে কণহারে সহিত বিতণ্ড করিতে কি কোন ভজনালয়ে কি নগরে লোকদিগকে X Nථි কুপ্রবৃত্তি দিতে আমাকে দেখিল, এমন নহে । আর এই ক্ষণে যে২ বিষয়ে আমার অপবাদ করিতেছে, ১৪ তাহার কিছুই প্রমাণ দিতে পারে না । কিন্তু আমি আপনি তোমার নিকটে আপন বিষয় স্বীকার করি, ব্যবস্থাগ্রন্থে ও ভবিষ্যদ্বাক্যগ্রন্থে যে২ কথা লিখিত আ 461