পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। 8いう তাহার কোন আত্মীয় বন্ধুকে নিকটে আসিতে বারণ না করিতে শতসেনাপতিকে আগঙ্গা দিল । ২৪ অলপ দিনের পর ফৗলিকস অধ্যক্ষ দ্রুষিল্ল নামেতে আপন যিহুদীয় স্ত্রীর সহিত আসিয়া পোলকে ড|কাইয় তাহার প্রমুখাৎ খ্ৰীষ্টধর্মের বৃত্তান্ত শুনিল । ২৫ অণর পোল ন্যায়ের ও পরিমিত ভোগের এবং শেষবিচারের বিষয়ে কথা কহিলে কীলিকস ভয়ার্ত হইয়। কহিল, এখন যাও, অবকাশ পাইলে আমি তোমাকে ২৬ ডাকাইব । পরে পেল মুক্তির জন্যে আমাকে কিছু টাকা দিবে, এই প্রত্যাশা করিয়। সে পুনঃ২ তাহাকে হ৭ ডাকাইয়া তাহার সহিত কথোপকথন করিল। কিন্তু দুই বৎসরের পরে পকিয় ফাস্ট ফালিকসের পদ প্রাপ্ত হইলে ফলিকস যিহুদীয়দিগকে সন্তুষ্ট করিতে বাসন করিয়৷ পোলকে বদ্ধ রাখিয়া গেল । ২৫ অধ্যায় । ১ ফীলক্সের পরিবৰে ফীষ্ট অধ্যক্ষ হইলে পৌলের পুনৰ্ব্বার বচার ১৩ ও অগ্নিপের কাছে ফীষ্টদ্বারা পৌলের কথা প্রকাশ ২৩ ও অগ্নিপ ও ফীষ্টদ্বারা পৌলের পুনর্বিচার ও তাহার বিষয়ে ফীষ্টের কথা । ১ পরে ফীষ্ট নিজ রাজ্যে আসিয়া তিন দিন থাকিলে কৈসরিয়াহইতে যিব্ধশালম নগরে গমন করিল ৷ ২ তাহাতে মহাষাজক এবং যিহুদীয়দের প্রধান লোকের তাহার নিকটে পোলের বিপরীতে নিবেদন করিল। ৩ এবং পথিমধ্যে পোলকে বধ করিবার জন্যে গুপ্তভাবে ঘটি বসাইব, এই অভিপ্রায়ে পোলকে যিৰূশালমে অানাইয়া দিতে ফীষ্টকে নিবেদন করিয়া তাহার বি ৪ রুদ্ধে এই অনুগ্রহ চাহিল । কিন্তু ফীষ্ট উত্তর করিল, 463