পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○8 প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [২৫ অধ্যায় । পোল কৈসরিয়াতে থাকিবে ; আর অলপ দিনের পর আমিও সে স্থানে যাইব । তাহাতে ঐ মানুষের যদি ৫ কোন অপরাধ থাকে, তবে যাহারা পারে, তাহার আমার সহিত সে স্থানে যাইয় তাহার অপবাদ করুক, এই কথা কহিল । অপর আর দশ দিবস বিলম্বে ফীষ্ট তথাহইতে কৈসরিয়া নগরে যাইয়। পরদিনে বিচারাসনে বসিয়৷ পোলকে আনাইতে অগভী করিল। তাছাতে পোল উপস্থিত হইলে যিৰূশালমহইতে আগত যিহুদীয় লোকেরা তাহাকে চতুর্দিকে ঘেরিয়া তাহার বিপক্ষে অনেক ভারি ২ দোষের কথা উত্থাপন করিতে লাগিল ; কিন্তু তাছার কিছুই প্রমাণ দিতে পারিল না । পরে পোল আপনার বিষয়ে এই উত্তর করিল, যিহুদীয়দের ব্যবস্থার কি মন্দিরের কি কৈসরের প্রতিকুলে কোন অপরাধ করি নাই । কিন্তু ফীষ্ট যিহুদীয়দিগকে সন্তুষ্ট করিতে বাসনা করিয়া পোলকে কছিল, তুমি কি আমার সাক্ষাতে এই বিষয়ের বিচারের নিমিত্তে যিৰূশালমে যাইতে সম্মত আছ? তাহাতে পৌল উত্তর করিল, যে স্থানে আমার বিচার হওয়া উচিত, কৈসরের এমন বিচারাসনেই আমি উপস্থিত আছি; যিহুদীয়দের কিছু ক্ষতি করি নাই, ইছ আপনি ভাল ৰূপে জ্ঞাত আছেন । কোন দোষ কিম্বা মৃত্যুযোগ্য কোন কৰ্ম্ম যদি করিয়া থাকি, তবে প্রাণদণ্ড ভোগ করিতেও অসম্মত নছি ; কিন্তু ইহারা অামার যে অপবাদ দিতেছে, তাহা যদি কম্পিতমাত্র হয়, তবে ইহাদের হস্তে আমাকে সমর্পণ করিতে কণহারে। অধিকার নাই ; কৈসরের কাছে আমার ৰিচার হউক । তখন ফীষ্ট মন্ত্রিগণের সহিত পরা 464 X > > R