পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ অধ্যায়।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 8öጎ פא ২৬ অধ্যায় । ১ অগ্নিপের প্রতি পৌলের উত্তর ২৪ ও ফাষ্টের ভাহাকে উন্মত্ত কহন ও ডাহার প্রতি পৌলের উত্তর ও জাহাকে ফীষ্টের নিদোষ কথন এবং তাহাকে রাজা কৈসরের কাছে যাইতে অভিা দেওন । তখন আগ্রিপপ পোলকে কহিল, আত্ম বিবরণ কছিতে তোমাকে অনুমতি দেওয়া যাইতেছে ; তাহাতে পোল হস্ত বিস্তার করিয়া আপনার বিষয়ে উত্তর দিতে লাগিল । হে রাজন আগ্রিপ, যাহার নিমিত্তে যিহুদীয়দের দ্বারা অপবাদগ্ৰস্ত হইলাম, তাহার বিশেষ বিবরণ অদ্য আপনকার সাক্ষাতে নিবেদন করিতে পাই, ইহা অামি আপনার পরম ভাগ্য করিয়া মানিলাম ; যেহেতুক যিহুদীয়লোকদের মধ্যে যে সকল রীতি এবং সূক্ষ বিচার আছে, তদ্বিষয়ে আপনি বিজ্ঞ; অতএব প্রার্থনা করি, ধৈর্য্যাবলম্বন করিয়া অামার নিবেদন শুনুন । আমি যিৰূশালম নগরে স্বদেশীয় লোকদের মধ্যে থাকিয়। যৌবনকাল অবধি যে ৰূপ আচার ব্যবহার করিয়া আসিতেছি, তাহ যিহুদীয় লোক সকলে জ্ঞাত আছে । আর সকলহইতে শুদ্ধসত্ত্ব যে তামাদের ফিৰূশি মত, আমি তদবলম্বী হইয়৷ কাল যাপন করিলাম, তাহারা সকলে বাল্যকালাবধি আগমণকে জ্ঞাত হওয়াতে এমন সাক্ষ্য দিলে দিতে পারে। পরন্তু হে রাজন আগ্রিপপ, ঈশ্বর আমাদের পূৰ্ব্বপুরুষের নিকটে যে অঙ্গীকার করিয়াছিলেন, তাহার প্রত্যাশা প্রযুক্ত আমি এখন বিচারস্থানে দণ্ডায়মান আছি । সেই অঙ্গীকারের ফলপ্রাপ্তির জন্যেও আমাদের দ্বাদশ গোষ্ঠী অনবরত অতি যত্নপূর্বক ঈ শ্বরসেবা করিয়৷ যে প্রত্যাশা করিয়া আসিতেছে, সেই 467