পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

846 প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [२१ व्थTाँझें । জ্ঞাত হইয়া থাকিবেন, এই জন্যে উইণর সাক্ষাতে সাহসী হইয়া কথা কহিতেছি; ইহার কিছুই উহার অগোচর না থাকিবে, ইহা অামার নিশ্চয় বোধ হয়; যেহেতুক এই সকল গোপনে করা যায় নাই। ছে রাজন আগ্রিপ, আপনি কি ভবিষ্যদ্বক্তৃগণোক্ত বাক্যে প্রত্যয় করেন ? আপনি প্রত্যয় করেন, তাহা অামি জানি। তখন আগ্রিপ পোলকে কহিল, তুমি প্রবৃত্তি দিয়া আমাকে প্রায় খ্রীটীয়ান করিতেছ । তাহতে পোল কছিল, আপনি এবং অন্যান্য যত লোক আদ্য অামার কথা শুনিতেছে, তাহারা সকলেই প্রায় খ্রীস্টায়ান তাহ নয়, কিন্তু এই শৃঙ্খলবন্ধন ব্যতিরেকে যেন সৰ্ব্বতোভাবে আমার সদৃশ হয়, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করিতেছি । এমন কথা কহিলে ঐ রাজা ও অধ্যক্ষ ও বর্ণীকী প্রভৃতি সভাস্থ লোকের তথাহইতে উঠিয়া বিরলে যাইয়। পরস্পর বিবেচনা করিয়া কহিল, এ ব্যক্তি বন্ধনের কিম্বা প্রাণদণ্ডের উপযুক্ত কোন কৰ্ম্ম করে নাই । তাহাতে আগ্রিপ ফীষ্টকে কছিল, যদি এ ব্যক্তি কৈসরের নিকটে বিচারিত হইতে প্রার্থনা মা করিত, তবে মুক্ত হইতে পারিত । ২৭ অধ্যায় । ১ রেমি নগরে তাহীদের গমন ৭ ও সমুদ্র পথে তাহাদের প্রচণ্ড ঝড় প্রাপ্তি ২১ ও পৌলের প্রবোধকথা ও জাহাজীয় লোকদের কর্ম ৩৯ ও জাহাজ ভাঙ্গন ও লোকদের উপদ্বীপের ভীরে উত্তরণ । পরে জলপথ দিয়া আমাদের ইতলিয়। দেশে যাত্রা নিশ্চয় হইলে তাহারা যুলিয় নামে মহারাজের সৈন্যদলভুক্ত এক জন শতসেনাপতির নিকটে পোলকে এ বং অন্য কতক বন্দিকে সমর্পণ করিল । পরে অণ দ্রা 470 영

  • b

R 。 Nර් ණ R