পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

848 প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । [২৭ অধ্যায় মাইয়া পলায়ন করিতে চেষ্টা করিল । তাহাতে পৌল ৩১ সেনাপতিকে ও সৈন্যবর্গকে কহিল, এই লোকের জাহাজে না থাকিলে তোমাদের রক্ষণ হইবে না । তখন সেনাগণ রজজু কাটিয়া নীেক জলে পড়িতে দিল । পরে প্রভাত সময়ে পোল সমস্ত লোককে ভোজন করিতে প্রার্থনা করিয়া কহিল, অদ্য চেীদ দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করিয়া ভোজন পণন না করিয়া অনাহারে কালক্ষেপ করিতেছ । অতএব বিনতি করিয়া বলি, কিছু খাদ্য সামগ্ৰী লও, তাহাতে তোমাদের মঙ্গল হইবে ; তোমাদের মস্তকের এক চুল পৰ্য্যন্তও নষ্ট হইবে না । ইহা বলিয়া পেল রুট লইয়। সকলের সাক্ষাতে ঈশ্বরের ধন্যবাদ করিয়া তাহ ভাঙ্গিয়া ভোজন করিতে লাগিল ; পরে সকলে সুস্থির হইয়৷ কিছু খাদ্য গ্রহণ করিল । জাহাজে আমাদের সকল শুদ্ধ দুই শত ছেয়াত্তর লোক ছিল । সকলে যথেষ্ট ভোজন করিলে পর জাহাজস্থ গেম সকল সমুদ্রেতে ফেলিয়া জাহাজের ভার লাঘব করিলাম । অনন্তর দিন হইলেও সে কোন দেশ, তাহ তখন চিনিতে পারা গেল না ; পরে সে স্থানে নিযু তীর বিশিষ্ট এক খালের প্রতি দৃষ্টি হওয়াতে, যদি পারি তবে তাহার ভিতরে আমরা জাহাজ চালাই, ইছ। মনস্থ করিয়া তাহারা লঙ্গর কাটিয়া সমুদ্রে ত্যাগ করিল ; পরে হাইলের বন্ধন খুলিয়া বাতাসের সম্মুখে প্রধান পাইল তুলিয়া তীরের নিকটে চলিল। কিন্তু উভয় সমুদ্রের সঙ্গমস্থানে পড়িয়া চড়ার উপরে জাহাজ ফেলিল, তাহাতে গলহী বাধিয়া যাওয়াতে ও পশ্চাদ্ভাগে প্রবল তরঙ্গ লাগিলে জাহাজ বাড়ে ২ খ 474 N○ネ NうNご) N○8 Nう○ N○○ No Q N○b一 NON 8 o 8 ×