পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। 846: ৪২ সিয়া গেল । তাহাতে বন্দিরা পাছে সাতার দিয়া পলায়ন করে, এই আশঙ্কাতে সেনাগণ তাহাদিগকে বধ ৪৩ করিতে পরামর্শ করিল । কিন্তু শতসেনাপতি পোলকে রক্ষা করিতে প্রয়াস করিয়া তাহাদিগকে সেই চেষ্টণহইতে ক্ষান্ত করিয়া এই আজ্ঞা দিল ; যাহার। সাতার জানে, তাহারা অগ্ৰে গিয়া সমুদ্রে বাপ দিয়া ৪৪ সাতারিয়া কুলেতে যাউক । আর অবশিষ্ট লোকেরা কণষ্ঠ খণ্ড ও জাহাজের যে যাহা পায়, তাহ অবলম্বন করিয়া যাউক । এই ৰূপে সকলেই ভূমি পা ইয়া প্রাণে বাচিল । ২৮ অধ্যায় । ১ উপদ্বীপের অসভ্য লোকদের অনুগ্রহ প্রাপ্তি ও পৌলের হস্তুহইত্তে দংশনকারি সপকে নিক্ষেপ করণ ৭ ও পৌলদ্বার। পূৰ্বলিয় নামে অধ্যক্ষকে ও অন্য লোককে সুস্থ করণ ১১ ও অন্য জাহাজে রোম নগরে গমন ও পথিমধ্যে ভাতৃগণের সহিত সাক্ষাৎ করণ ১৬ ও রোমা নগরে উপস্থিত হওন ও যিহুদীয় লোকদের কাছে পৌলের নিবেদন ও সুসমাচার প্রচার করণ ৩০ ও রোমা নগরে তাহার দুই বৎসর পর্য্যন্ত বাস করণ। ১ এই প্রকারে সকলে রক্ষা পাইলে পর তথাকার ঐ উপদ্বীপের নাম যে মিলিতা, ইহা জানিতে পারিল ৷ ২ পরে অসভ্য লোকেরা যথেষ্ট অনুগ্রহ প্রকাশ করিয়া বর্তমান বৃষ্টি ও শীত প্রযুক্ত অগ্নি প্রজ্বলিত করিয়া ৩ আমাদিগকে অতিথি করিল। কিন্তু পোল এক বোঝা কাষ্ঠ সংগ্ৰহ করিয়। যে সময়ে ঐ অগ্নির উপরে ফেলিল, এমন কালে অগ্নির উত্তাপে এক কালসৰ্প ব৪ হিগত হইয়। তাহার হস্তে কামড়াইল । ঐ অসভ্য লোকের তাহার হস্তে সর্পকে বুলিয়া থাকিতে দেখি য়া পরস্পর বলাবলি করিতে লাগিল, এ ব্যক্তি অ 475