পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ab" প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [২৮ অধ্যায়। নিজ দেশীয় লোকদের প্রতি আমার কোন অপবাদ নাই । এই কারণ আমি তোমাদের সহিত সাক্ষাৎ ২ • ও কথোপকথন করিবার জন্যে তোমাদিগকে আহবান করিলাম ; ইস্রায়েল বংশীয়দের প্রত্যাশা প্রযুক্ত আমি এই শৃঙ্খলেতে বদ্ধ হইলাম । তখন তাহারা তাহ- ২১ কে কহিল, যিহুদা দেশহইতে আমরা তোমার বিষয়ে কোন পত্রই পাই নাই ; এবং তথাহইতে যে ভ্রাতৃগণ আসিয়াছে, তাহারাও তোমার বিষয়ে কিছু সংবাদ দেয় নাই, এবং মন্দও বলে নাই । তোমার মত কি, ২২ তাহা আমরা তোমাহইতে শুনিতে বাঞ্ছা করি ; এই cय नूउन भड डॉठंज्ञाएझ, हेश সৰ্ব্বত্রই সকলের কাছে নিন্দিত হইয়াছে, ইহ। আমরা জানি । পরে তাহার। ২৩ তন্নিমিত্তে এক দিন নিৰূপিত করিলে সেই দিনে অনেকে একত্র হইয়া পোলের বাসায় আইল ; তাহাতে পৌল প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্যন্ত মূসার ব্যবস্থাগ্রন্থ এবং ভবিষ্যদ্বক্তৃগণের গ্রন্থহইতে যীশুর প্রসঙ্গ উত্থাপন করিয়া ঈশ্বরের রাজত্বের প্রমাণ দিয়া তাহাদিগকে প্রবৃত্তি দিতে চেষ্টা পাইল । এবং ত- ২৪ হার কথাতে কেহ২ প্রত্যয় করিল, কেহ২ বা প্রত্যয় করিল না । এই জন্যে তাহদের পরস্পর অনৈক্য ২৫ হওয়াতে সকলে চলিয়া গেল ; তথাপি তাহদের অব্যবহিত পূৰ্ব্বে পেল এই এক কথা কছিল, পবিত্র আত্ম যিশয়িয় ভবিষ্যদ্বক্তার প্রমুখাৎ আমাদের পিতৃপুরুষদিগকে এই কথা বিলক্ষণ কহিয়াছেন, “এই ২৬ “ লোকদের নিকটে গিয়া বল, তোমরা শুনিবা, কিন্তু “ বুঝিবা না ; এবং দেখিবা, কিন্তু জানিতে পারিব। “না ; কেননা এই লোকের চক্ষুতে দেখিয়া ও কৰ্ণে ২৭ 478