পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8淘8 রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। [৬ অধ্যায় । করাতে অনেকে পুণ্যবান গণিত হয় । অধিকন্তু ব্যবস্থা স্থাপিত হওয়াতে অপরাধের বাহুল্য হইতে লাগিল ; কিন্তু যে স্থানে পাপের বাহুল্য, সেই স্থানেই তদপেক্ষা অনুগ্রহের বাহুল্য হইল । তাহাতে भृङ्गाভোগ করাইতে যেমন পাপের রাজত্ব হইল, তদ্রুপ আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টের দ্বারা অনন্ত পরমায়ুজনক পুণ্য দিতে অনুগ্রহের রাজত্ব হয় । ৬ অধ্যায় । ১ খ্ৰীষ্টদ্বারা পূণ্য পাইলে পাপ কর অনুচিত হওন ১২ ও ডাহ:দ্বারা পূণ্যবান হইলে পাপ দমন ও ধর্ম পালন করা উচিত হওন ও তদ্বদ্বারা অনন্ত পরমায়ু প্রাপ্ত হওন । প্রচুর রূপে যেন অনুগ্রহ প্রকাশ পায়, এই নিমিত্তে পাপেতে থাকিব, আমরা কি এই কথা বলিব ? এমন যেন না হয় । পাপসম্বন্ধে মৃত যে আমরা, আমরা তাহাতে কি প্রকারে আর আয়ুক্ষেপ করিব ? আমরা যত লোক যীশু খ্রীষ্টেতে বাপ্তাইজিত হইয়াছি, সকলেই তাহার মরণে বাপ্তাইজিত হইয়াছি, ইহা কি তোমরা জ্ঞাত নও? তাহাতে পিতার পরাক্রমের দ্বারা যেমন কবরহইতে খ্রীষ্টের উত্থান হুইয়াছিল, তদ্রপ মরণে বাপ্তাইজিত হওনের দ্বারা তাহার সহিত কবরশায়ী হইয়াছি যে আমরা, আমাদিগকেও পুনর্জীবন প্রাপ্ত লোকদের ন্যায় আচরণ করিতে হয় । কারণ আমরা যদি তাহার ন্যায় মৃত্যুর ভাগী হই, তবে অবশ্য উত্থানেরও ভাগী হইব । পাপের সেবা যেন আর না করি, এই জন্যে আমাদের পাপৰূপ শরীরের বিনাশার্থে আমাদের পুরাতন স্বভাব র্তাহার সহিত কুশেতে বিদ্ধ হইল, ইহা আমরা জানি । মৃত হুই 494 B e R >