পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] রোমীয় মগুলীর প্রতি পত্র । 8Ꮌ☾ ৮ লেই পাপহইতে মুক্ত হয় । অতএব আমরা যদি খ্রীষ্টের সহিত মৃত হই, তবে পুনৰ্ব্বার যে র্তাহার সহিত সজীব হইয়া উঠিব, ইহাতে আমাদের বিশ্বাস ৯ আছে । কেননা খ্ৰীষ্ট কবরহইতে উত্থান করিলে, মৃত্যুর কর্তৃত্ব র্তাহার উপরে আর না থাকাতে তিনি ১ • আর কখনও মরিবেন না, ইহা আমরা জানি । তিনি যে মৃত্যু ভোগ করিলেন, তাহাতে একেবারে পাপের সম্বন্ধে মরিলেন, এবং যে পুনর্জীবন প্রাপ্ত হইলেন, তাহাতে ঈশ্বরের সম্বন্ধে সজীব হইয়া আছেন । ১১ তদ্রুপ তোমরাও পাপের সম্বন্ধে মৃত ও আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টদ্বারা ঈশ্বরের সম্বন্ধে সজীব আপনাদিগকে জ্ঞান কর । ১২ আর মন্দ অভিলাষ পরিপূর্ণ করিতে এই মর্ত্য দেহে ১৩ পাপকে কতৃত্ব করিতে দিও না, এবং আপন২ অঙ্গকে অধৰ্ম্মৰূপ অস্ত্র করিয়া পাপসেবাতে সমর্পণ করিও না ; কিন্তু মৃত্যুর পরে পুনর্জীবিত আপনাদিগকে ও ঈশ্বরের ধৰ্ম্ম অস্ত্রস্বৰূপ আপন ২ অঙ্গকে ঈশ্বরেতে সমর্পণ ১৪ কর । তোমরা ব্যবস্থার অধীন না হইয় অনুগ্রহের অধীন হইয়াছ, এই নিমিত্তে তোমাদের উপরে পা১৫ পের কর্তৃত্ব আর থাকিবে না। কিন্তু ব্যবস্থার অধীন ন হইয়া আমরা অনুগ্রহের অধীন হইয়াছি, ইহা ১৩ ভাবিয়া কি পাপ করিব ? এমন যেন না হয় । কেনন। মৃত্যুজনক পাপ, কিম্বা পুণ্যজনক আজ্ঞাপালন, এ উভয়ের মধ্যে যাহার সেবাতে আপনাদিগকে সমৰ্পণ করিয়া আজ্ঞাবহ হও, তাহারই দাস হও, ইহ। ১৭ কি তোমরা জান না ? আর পূর্বে তোমরা পাপের দাস ছিল বটে, কিন্তু যে শিক্ষাৰূপ ছাচে নিক্ষিপ্ত 495