পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। 83 তোমরা যাহা২ শুনিতেছ, তাহ তাহারা শুনিতে চাহিলেও শুনিতে পাইল না । - ১৮ বীজবাপকের দৃষ্টান্তের অর্থ শুন । পথের পাশ্বে বীজ ১৯ উপ্ত হইল, তাহার অর্থ এই ; যখন কেহ রাজ্যের কথা শুনিয়া বুঝে না, তখন পাপাত্মা আসিয়া তাহার মনেতে ২০ যাহা২ উপ্ত ছিল তাহ হরণ করিয়া লয় । আর পাষাণস্থলে বীজ উপ্ত হইল, তাহার অর্থ এই ; কেহ ঐ কথা ২ ১ শুনিবণমাত্র আহলাদ পূৰ্ব্বক গ্রহণ করে, কিন্তুতাহার মনেতে মূল না বসাতে সে কিছু কালমাত্র থাকে ; পরে সেই কথা হেতুক কোন ক্লেশ কিম্বা তাড়ন উপস্থিত হইলে ২২ সে তৎক্ষণাৎ বিঘ্ন পায় । আর কণ্টকের মধ্যে বীজ উপ্ত হইল, তাহার অর্থ এই ; কেহ কথা শুনিলে পর সাংসারিক চিন্তা ও ধনভান্তি ঐ কথাকে গ্রাসিয়া রাখে, তাহাতে সে ২৩ বিফল হয় । আর উর্বর ভূমিতে বীজ উপ্ত হইল, তাহার অর্থ এই ; যাহারা ঐ কথা শুনিয়া বুঝে, তাহারা ফলিত হইয়। কেহ শত গুণ, ও কেহ ষষ্টি গুণ ও কেহ ত্রিশ গুণ ফল উৎপন্ন করে । ২৪ পরে তিনি আর এক দৃষ্টান্তকথা উপস্থিত করিয়া তাহদিগকে কহিলেন ; স্বর্গের রাজ্য এমন এক গৃহস্থের তুল্য, ২৫ যে অণপন ক্ষেত্রে ভাল বীজ বপন করিল । কিন্তু রাত্রিকালে লোক সকল নিদ্রা গেলে তাহার শত্ৰু আসিয়া ঐ গোমের বীজের মধ্যে বনঘাসের বীজ বপন করিয়৷ ২৬ চলিয়া গেল। পরে যখন বীজ অঙ্কুরিত হইয়। শীষ লইয় ২৭ উঠিল, তখন বনঘাসও দেখা দিল । তাহাতে গৃহস্থের দশসেরা অাসিয়া তাহাকে কহিল, হে মহাশয়, আপনি কি ক্ষেত্রে ভাল বীজ বুনেন নাই ? তবে বনঘাস কোথাহইতে ২৮ হইল ? তখন তিনি তাহাদিগকে কহিলেন, কোন শতু এ 41