পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। 6 c > ৩৪ ঈশ্বর কি এমন করিবেন ? এবং তাহদের দণ্ড প্রদানের অক্তাই কে দিবে ? যিনি আমাদের জন্যে প্রাণ ত্যাগ করিলেন, তাহ। কেবল নয়, কিন্তু কবরহইতে উথান করিয়া ঈশ্বরের দক্ষিণ পাশ্বে থাকিয় অদ্যাপি আমাদের জন্যে সাধন করেন, কি সেই খ্ৰীষ্ট দিবেন ? ৩৫ অামাদের সহিত খ্রীস্টের প্রেমের বিচ্ছেদ কে জন্মইতে পারে ? কি ক্লেশ, কি শোক, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি বস্ত্রহীনতা, কি বিপদ, কি খড়গ, ইহার ৩৬ কি পরিবে ? লিপি আছে, “আমরা তোমার নিমি“ত্তে সমস্ত দিন মৃত্যুর মুখে আছি ; বলিদেয় মে৩৭ “ষের ন্যায় গণিত হইতেছি ।” কিন্তু যিনি অণমাদিগকে প্রেম করেন, তাহাদ্বারা এই সকল বিপদে আ৩৮ মরা সৰ্ব্বতোভাবে জয়ী হই ; কেননা আমাদের প্রভু যীশু খ্ৰীষ্টে ঈশ্বরের যে প্রেম, তাহাহইতে মৃতু ব। জীবন, দিব্য দূত বা প্রধান বা বলবান দূত, বৰ্ত্ত৩৯ মান বা ভবিষ্যৎ, উচ্চপদ বা নীচপদ, আর কোন সৃষ্ট বিষয় আমাদিগের বিচ্ছেদ করিতে পারে না, আমার এমন দৃঢ় বিশ্বাস আছে । ১ অধ্যায় । ১ যিহুদীয়দের জন্যে পৌলের মনস্তাপ ১ ও ইব্রাহীমের সকল সন্তানের অনুগৃহীত না হওন ১৪ ও কর্মদ্বারা অনুগ্রহ নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছানুসারে হয় তাহার বিবরণ ১৯ ও কুন্ত্রকারের দৃষ্টান্তদ্বারা বিবাদকারির উত্তর ও ঈশ্বরের ন্যায় হওন । ১ অামি কোন আরোপিত কথা কহিতেছি না, খ্রীষ্টের সাক্ষাতে সত্যই কহিতেছি ; পবিত্র আত্মার সাক্ষাতে ২ আমার মন এই সাক্ষ্য দিতেছে ; আমার অন্তরে ৩ অতিশয় দুঃখ ও নিরন্তর খেদ প্রযুক্ত আমি আপন 503