পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । (teo ১০ অধ্যয় । ১ ব্যবস্থাদ্ধারী যিহুদীয় লোকদের ত্রাণ অপ্রাপ্তি ও কেবল বিশ্বাস দ্বারা ত্ৰাণ পাওন ১৪ ও বিশ্বাসদ্বারা অন্য লোকদের ত্রাণ প্রাপ্তি ও অবিশ্বাসদ্ধার যিহুদীয়দের ত্রাণ অপ্রাপ্তি। ১ হে ভ্রাতৃগণ, ইস্রায়েল লোকেরা যেন পরিত্রাণ পায়, অামি মনে এই বাসনা করিয়৷ ঈশ্বরের কাছে প্রা২ খনা করিতেছি । ঈশ্বরের বিষয়ে তাহদের যথেষ্ট চেষ্টা আছে, ইহাতে আমি সাক্ষী অাছি ; কিন্তু ৩ তাহদের সে চেষ্টা যথাবিধি নয়, কেননা তাহার। ঈশ্বরদত্ত পুণ্য না জানিয়া আপনাদের পুণ্য স্থির করিতে চেষ্টা করিয়া ঈশ্বরদত্ত যে পুণ্য, তাহার অ৪ ধীনতা স্বীকার করে না । খ্ৰীষ্ট প্রত্যেক বিশ্বাসি ব্যক্তিকে পুণ্য দিবার নিমিত্তে ব্যবস্থার ফলস্বৰূপ হইয়া৫ ছেন । ব্যবস্থা পালনৰ্দ্ধারা যে পুণ্য, তদ্বিষয়ে মূস। এ প্রকার বর্ণনা করিয়াছে, “যে কেহ এই বিধি সকল ৬ “পালন করিবে, সে তাহাদ্বারা বাচিবে ।” কিন্তু প্রত্যয়দ্বারা যে পুণ্য, সে এমত কথা বলে, “মনে২ এমন “চিন্তা করিও না, কে স্বগারোহণ করিয়া খ্ৰীষ্টকে ন৭ “মাইয়া আনিবে ? কিম্বা, কে পরলোকে নামিয়। ৮ “খ্রীষ্টকে মতদের হইতে উত্থিত করিয়া আনিবে ?” তবে কি বলে ? না, “বাক্য তোমাদের নিকটবর্তি, অ“র্থাৎ তোমাদের মুখে ও অন্তঃকরণে আছে,” ইহাই বলে ; এবং প্রত্যয়ের সেই বাক্য আমরা প্রচার ক৯ রিয়া থাকি। ফলতঃ প্রভূ যীশু যে পরিত্রাণকৰ্ত্ত, ইহ যদি তুমি মুখে স্বীকার কর, এবং ঈশ্বর যে র্তাহাকে কবরহইতে উত্থিত করিয়াছেন, ইহা যদি অন্তঃকরণে ১ • বিশ্বাস কর, তবে পরিত্রাণ পাইবা । যেহেতুক U 507 -