পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । [১০ অধ্যায়। عراه ها প্রাপ্তির নিমিত্তে অন্তঃকরণে বিশ্বাস করিতে হয়, এবং পরিত্রাণের জন্যে মুখে স্বীকার করিতে হয় ; যেমত শাস্ত্রে লেখে, “যে কেহ তাহাতে বিশ্বাস করিবে, সে “লজ্জিত হইবে না।” ইহাতে যিহুদীয়েতে এবং অন্য২ দেশীয়েতে কিছু বিশেষ নাই ; যেহেতুক সকলের অদ্বিতীয় প্রভু যিনি, তিনি আপনার যাচক সকলের প্রতি প্রসন্ন হইতেছেন । তার “যে কেহ পরমেশ্বরের “নামে প্রার্থনা করিবে, সেই পরিত্রগণ পাইবে ।” যাহাকে প্রত্যয় করে নাই, তাহার কাছে কেমন করিয়া প্রার্থনা করিবে ? এবং যাহার প্রসঙ্গ কখনো শ্রবণ করে নাই, তাহাতে কি প্রকারে প্রত্যয় করিবে ? অণর প্রচারকারি লোক না থাকিলে কি ৰূপে শ্রবণ করিবে ? এবং প্রেরিত না হইলেই কি প্রকারে প্রচণর করিবে ? যেমন লিখিত অাছে, “যাহারা সন্ধির “সুসমাচার অনিয়ন করে, ও মঙ্গলের সংবাদ দেয়, “তাহণদের চরণ কেমন শোভা পায় ।” কিন্তু সকলে ঐ সুসমাচার গ্রাহ করে নাই, যেমন যিশয়িয়ও লিথিয়াছে, “হে পরমেশ্বর, অামাদের সংবাদ শুনিয়া “কে বিশ্বাস করিল ?” অতএব শ্রবণদ্বারা বিশ্বাস, এবং ঈশ্বরের বাক্যদ্বারা শ্রবণ হয় । তবে আমি বলি, তাহার। কি শুনিতে পায় নাই ? অবশ্য শুনিয়াছে, যেহেতুক “তাহাদের উপদেশ সৰ্ব্ব দেশে, ও “তাহীদের বক্তব্য পৃথিবীর সীমা পৰ্যন্ত ব্যাপিয়া“ছে।” আরও বলি, ইস্রায়েল লোক কি ইহা বুঝে ন ? প্রথমে মূসা এই কথা বলিয়াছিল, “আমি অ“গণ্য লোকের দ্বারা তোমাদিগকে উত্তাপযুক্ত করিব, “ও বাতুল জাতির দ্বারা তোমাদিগকে ক্রোধান্বিত - 508 > * > 5 X 8 > (t X V, 》 영 > ア X >