পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3? মথিলিখিত সুসমাচার। [১৩ অধ্যায় । কৰ্ম্ম করিয়া থাকিবে । দাসের কহিল, আমরা যাইয়। তাহা উপড়াইয়া ফেলিব, মহাশয়ের কি ইচ্ছা হয় ? তিনি ২৯ কহিলেন, না, বনঘাস উপড়াইবার সময়ে বোধ হয় তোমরা তাহার সহিত গেমও উপড়াইবা । অতএব শস্য- ৩০ চ্ছেদনের সময় পৰ্যন্ত উভয়কে একত্র বাড়িতে দেও ; পরে ছেদনের সময়ে ছেদকদিগকে বলিব, তোমরা প্রথমে বনঘাস সকল একত্র করিয়া দগ্ধ করিবার কারণ বোঝ২ বান্ধিয়া রাখ, কিন্তু গোম সকল ভাণ্ডারে সংগ্রহ কর । পরে তিনি আর এক দৃষ্টান্তকথা উপস্থিত করিয়া তাহা- ৩১ দিগকে কহিলেন, কোন মনুষ্য এক সর্ষপ বীজ লইয়। আপন ক্ষেত্রেতে বপন করিল ; ঐ সর্ষপ বীজ সকলহইতে ৩২ অতিক্ষুদ্র হইলেও অঙ্কুরিত হইয়া সকল শাকহইতে বড় হয় ; সে এমন বৃক্ষ হইয় উঠে, যে তাহার শাখাতে আকাশের পক্ষিগণ আসিয়া বাস করে ; স্বৰ্গরাজ্য এমন এক সর্ষপের তুল্য । পুনশ্চ তিনি তাহাদিগকে আর এক উপমার কথা কহি- ৩৩ লেন ; এক স্ত্রী যে তাড়ী লইয়া তিন কাঠ ময়দার মধ্যে ঢাকিয়। রাখিলে পর ক্রমেই তাহ সমুদয় ময়দাতেই ব্যাপিয়া গেল, সেই তাড়ীর তুল্য স্বৰ্গরাজ্য । এই ৰূপে যীশু লোকসমূহের নিকটে দৃষ্টান্তকথাতে এই ৩৪ সকল প্রসঙ্গ কহিলেন, আর দৃষ্টান্ত ব্যতিরেকে তাহদিগকে কোন কথাই কহিলেন না । ইহাতে “আমি দৃষ্টান্ত ৩৫ “ কথাদ্বারা আপন মুখ প্রসারণ করিয়া জগৎ সৃষ্টির পূর্ব“ কালের মৰ্ম্ম কথা প্রকাশ করিব,” এই যে বাক্য ভবিষ্যদ্‌বক্তাদ্বারা উক্ত ছিল, তাহ সিদ্ধ হইল । - অপর যীশু সমস্ত লোককে বিদায় করিয়া গৃহে প্রবিষ্ট ৩ হইলে পর তাহার শিষ্যগণ নিকটে আসিয়া কহিল, ক্ষে 42