পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫১২ রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । [১১ অধ্যায় । করিতে ঈশ্বরের ক্ষমতা আছে । তুমি যদি বন্য জিত- ২৪ বৃক্ষের শাখা হইয় তাহাহইতে ছিন্ন হইয় রীতির ব্যতিক্রমে উত্তম জিতবৃক্ষে সংযুক্ত হইয়াছ, তবে সে বৃক্ষের নিজের যে সকল শাখা, সে সকল কি পুনৰ্ব্বার নিজ বৃক্ষেতে সংযুক্ত হইতে পারে না ? হে ভ্রাতৃগণ, ২৫ তোমাদের যেন আত্মাভিমান না জন্মে, ইহার নিমিত্তে আমার এমন বাঞ্ছা হয়, যে তোমরা এই নিগৃঢ় কথা অজ্ঞাত না থাক ; ফলতঃ যাবৎ অন্যদেশীয়দের পূর্ণ সংগ্রহ ন হইবে, তাবৎ অংশভাবে ইসায়েল লোকদের অন্ধত্ব থাকিবে ; পরে তাহারা সকলেই পরিত্রাণ পা- ২৬ ইবে । এতদ্রুপ লিখিতও আছে, “সিয়োনহইতে এক “মুক্তিদাতা আসিয়া যাকুবের বংশহইতে অধৰ্ম্ম দূর ক“রিবেন ; আর যে সময়ে আমি তাহদের পাপ দূর ২৭ “করিব, তৎকালে তাহদের সহিত আমার এই নিয়ম “হইবে।” সুসমাচারের বিষয়ে তাহার তোমাদের ২৮ পক্ষে অপ্রিয়পাত্র হইতেছে, কিন্তু মনোনীত করণ বিষয়ে তাহার পিতৃলোকদের পক্ষে প্রিয়পাত্র হইতেছে। কেননা ঈশ্বরের দানের ও আহবানের অন্যথা হয় না । ২৯ অতএব তোমরা যেমন পূর্বে ঈশ্বরের প্রতি অবিশ্বাস ৩০ করিয়া সম্প্রতি তাহদের অবিশ্বাস প্রযুক্ত ঈশ্বরের দয়ার পাত্র হইয়াছ ; তজপ তাহার। এইক্ষণে অবি- ৩১ শ্বাস করিলেও তোমাদের প্রাপ্ত দয়া প্রযুক্ত দয়া পাইবে । ঈশ্বর সকলেরই উপরে দয়া প্রকাশ করিতে ৩২ সকলকে অবিশ্বাসপাত্র গণনা করেন । আহা ! ঈশ্বরের ৩৩ জ্ঞান ও বুদ্ধিৰূপ ধনের কেমন প্রাচুর্য্য ! তাহার রাজশাসনের তত্ত্ব কেমন বোধের অগম্য ! এবং র্তাহার ৩৪ পথ কেমন অনুপলক্ষ্য ! পরমেশ্বরের মত কে জানি 5 12