পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। ○ >いう ৩৫ য়াছে ? এবং তঁহীর মন্ত্রীই বা কে হইয়াছে ? এবং তাহার উপকণর বা কে করিয়াছে, যে তন্নিমিত্তে তা ৩৬ হার প্রত্যুপকার করিতে হয় ? যেহেতুক বস্তুমাত্রই & র্তাহ হইতে ও র্ত হাদ্বারা ও র্তাহার নিমিত্তে হইয়াছে; র্তাহীর মহিমা সৰ্ব্বদ। প্রকাশিত হউক । আমেন ! ১২ অধ্যায় । ১ ঈশ্বরের দয়া প্রযুক্ত যথাশক্তি তাহার সেবা করা উচিত হওন ৯ ও প্রেম ইত্যাদি করিতে ও হিংসা না করিতে উপদেশ কথা । হে ভ্রাতৃগণ, আমি ঈশ্বরের দয়া প্রযুক্ত তোমাদের নিকটে এই বিনতি করিতেছি, তোমরা আপন২ শরীরকে সজীব ও পবিত্র ও গ্রাহ্য বলিৰূপে ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ কর, এই তোমাদের উপযুক্ত সেবা । এবং তোমরা সাংসারিক মতে না চলিয়া আপন ২ স্বভাব পরিবর্তন পূর্বক পারমার্থিক মতে চল ; তাহাতে ঈশ্বরের অভিমত যে কেমন উত্তম ও গ্রাহ ও সম্পূর্ণ ইহার অনুভব পাইব । কোন জন অনুপযুক্ত ৰূপে আপনাকে শ্রেষ্ঠ করিয়৷ না মানিয়া ঈশ্বর যাহাকে যেমন পরিমাণে প্রত্যয় দিয়াছেন, সে তদনুসারে উপযুক্ত ৰূপে আপনাকে মানুক ; ঈশ্বরহইতে অনুগ্রহ প্রাপ্ত হইয় তোমাদের প্রত্যেক জনকে এই আজ্ঞ। দিতেছি । কেনন। যেমন আমাদের এক শরীরেতে অনেক অঙ্গ অাছে, কিন্তু সকল অঙ্গের সমান কাৰ্য্য নয়, তেমনি আমরা বহু হইলেও প্রত্যেক জন অঙ্গ প্রত্যঙ্গৰূপে খ্রীষ্টেতে এক শরীর হইতেছি । অতএব ঈশ্বরের অনুগ্রহদ্বারা আমরা বিশেষ ২ অনুগ্রহ দান প্রাপ্ত হইলে কেহ যদি ভবিষ্যদ্বাক্য কহে, তবে সে প্রত্যয়ের পরিমাণানুসারে তাহ কহুক ; কিম্ব। যদি - 513