পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t>○ রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । [১৩ অধ্যায় । চিত দণ্ড প্রদানের জন্যে সে ঈশ্বরের সেবক হইয়। দণ্ডদণত হইয়াছে । অতএব কেবল দণ্ডের ভয়ে নয়, কিন্তু মনের নিমিত্তেও তাহার বশীভূত হইতে হয়। এ জন্যে তোমাদের রাজকর দেওয়াও উচিত ; যেহেতুক যাহার কর লয়, তাহারা ঈশ্বরের সেবক হইয় নিরন্তর এ কৰ্ম্মেতে প্রবৃত্ত থাকে । অতএব রাজাকে রাজস্ব দেও, ও শুলকগ্রাহককে শুলক দেও ; এবং যাহাকে ভয় করিতে হয়, তাহাকে ভয় কর ; ও যাহাকে সমাদর করিতে হয়, তাহাকে সমাদর কর; এই ৰূপে যাহার যে পাওনা, তাহা তাহাকে দেও ! তোমরা পরস্পর প্রেম বিনা আর কিছুতে কাহারও ঋণী হইও না ; কেননা যে পরের প্রতি প্রেম করে, তাহাদ্বারা ব্যবস্থা সিদ্ধ হয় । ফলতঃ “পরদার করিও “না, ও নরহত্যা করিও না, ও চুরি করিও না, ও “মিথ্যাসাক্ষ্য দিও না, এবং লোভ করিও না,” এই সকল অপজা, তদ্ভিন্ন যে কোন আজ্ঞা আছে, তাহাও “প্রতিবাসিকে আত্মতুল্য প্রেম কর,” এই এক সংক্ষেপ আজ্ঞাতেই পাওয়া যায় । কেননা প্রেম প্রতিবাসির মন্দ জন্মায় না ; এই জন্যে প্রেমদ্বারাই সমস্ত ব্যবস্থা পালন হয় । আমাদের প্রত্যয় করণ আদিকাল অপেক্ষ এই ক্ষণে আমাদের পরিত্রাণের সময় সন্নিকট হইয়াছে, ইহা জানিয়া সম্পতি নিদ্রাহইতে আমাদের জাগ্রৎ سیاسی হওয়া নিতান্ত উচিত । রাত্রি শেষ হইয়াছে, অরুণো X > > R দয় কাল প্রায় উপস্থিত ; অতএব আইস, রঙ্গরস ও ১৩ মত্তত, এবং লম্পটতা ও কামুকতা, এবং বিরোধ ও 516