পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । (t: ঈর্ষা প্রভৃতি রাত্রিকালের ক্রিয় সকল পরিত্যাগ করিয়া দীপ্তির উপযুক্ত সজ্জা গ্রহণ পূর্বক বিহিত সদা১৪ চরণ করি । তোমরা শারীরিক সুখাভিলাষ পরিপূর্ণ করণের আয়োজন না করিয়া প্রভূ যীশু খ্ৰীষ্টৰূপ বস্ত্রেতে বস্ত্রান্বিত হও । ১৪ অধ্যায় । ১ খাদ্যাদির নিমিত্তে ভাতৃগণকে জুচ্ছ করা অনুচিত ১৩ ও খাদ্যদ্বারা নয় কিন্তু অবিশ্বসিদ্ধার মানুষের অস্তুচি হওন। ১ যে জন প্রত্যয়ে দুর্বল, তাহাকে তোমাদের সঙ্গী কর, কিন্তু সন্দেহের বাদানুবাদ করিতে তাহ নয় । ২ কেননা কোন দ্রব্যই ভোজন করিতে নিষেধ নাই, কোন ব্যক্তির এমন প্রত্যয় অাছে ; কিন্তু আর কোন ব্যক্তি দুৰ্ব্বলতা প্রযুক্ত কেবল শাক ভোজন করে । ৩ তবে যে জন সাধারণ দ্রব্যই ভোজন করে, সে বিশেষ২ দ্রব্যভোক্তাকে অবজ্ঞা না করুক ; এবং বিশেষ২ দ্রব্যভোক্তাও সাধারণ দ্রব্যভোক্তাকে দোষী না করুক, যেহেতুক ঈশ্বর তাহাকে গ্রাহা করিয়াছেন । ৪ তুমি যে পরের দাসকে দোষী করিতেছ, তুমি কে ? সে নিজ প্রভূর নিকটে পদস্থ কিম্ব। পদচ্যুত হইবে, বরঞ্চ সে পদস্থ হইবে, কেননা ঈশ্বর তাহাকে পদস্থ ৫ করিতে পারক হন । অপর কোন জন অন্যান্য দিবসাপেক্ষা এক দিবসকে বিশেষ ৰূপে মান্য করে, এবং কেহ২ সকল দিবসকেই সমানৰূপে মানে ; প্রত্যেক জন আপন২ মনে বিবেচনা করিয়া নিশ্চয় ক৬ রুক । যে জন কোন বিশেষ দিবসকে প্রধান করিয়া মানে, সে যেমন প্রভুকে মান্য করিয়াই তাহ মানে, 5 17