পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to o রোমীয় মণ্ডলীর প্রতি পত্র। [১৫ অধ্যায় । ১৫ অধ্যায় । ১ বলবান লোকদ্বারা দুৰ্ব্বল লোকদের উপকার হওনের আবশ্যকতা ৮ ও তাবৎ বিশ্বাসি লোক যে ভাতৃগণ তাহার বিষয়ে ১৪ ও রোমীয়দের কাছে যাইতে পৌলের প্রতিজ্ঞ ৩০ ও আপনার জন্যে তাহাদিগকে প্রার্থনা করণের নিবেদন । আপনাদের তুষ্টিজনক কৰ্ম্মে সচেষ্ট ন হইয়া দুৰ্ব্বল লোকদের ব্যবহার সহ্য করা, প্রত্যয়ে বলবন্ত যে আ- ' মর। আমাদের উচিত । আমাদের প্রত্যেক জন অণপন প্রতিবাসির হিতের ও নিষ্ঠার নিমিত্তে তুষ্টিজনক কৰ্ম্ম করুক। যেহেতুক খ্ৰীষ্ট আপনি আপনার তুষ্টির চেষ্টা করিলেন না; যে প্রকারে লিখিত আছে, “তো“মার নিন্দকের নিন্দাতে আমি নিন্দাগ্রস্ত হই ।” আর আমরা যেন সহিষ্ণুতা ও সাম্ভুনাজনক শাস্ত্রদ্বারা প্রত্যাশ পাই, এই নিমিত্তে পূৰ্ব্বকালাবধি যে সকল কথা লিখিত আছে, সে সকল আমাদের উপদেশের নিমিত্তেই আছে । সহিষ্ণতার ও সাস্তৃনার আকর যে ৫ ঈশ্বর তিনি এমন করুন, যে প্রভূ যীশু খ্রীষ্টের ন্যায় তোমরা এক জন অন্য জনের সহিত মনের ঐক্য রাখ ; এবং এক চিত্তে থাকিয়া এক মুখে আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরের গুণানুবাদ কর । এবং ঈশ্বরের মহিমা প্রকাশের নিমিত্তে খ্ৰীষ্ট যেমন তোমাদিগকে গ্রাহা করিয়াছেন, তদ্রুপ তোমরাও এক জন অন্য জনকে গ্রাহ কর । ঈশ্বরের যে সত্যতা ও পিতৃপুরুষের প্রতি যে প্রতিজ্ঞ, তাহ সপ্রমাণ করিতে যীশু খ্ৰীষ্ট ত্বকছেদিদের সেবক হইয়াছেন, ইহা আমি বলি । এবং ঈশ্বরের অনুগ্রহ প্রযুক্ত র্তাহার ধন্যবাদ করা অন্যদেশীয়দের 520