পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । むさ> উচিত হয়; যেমন লিখিত আছে, “এই নিমিত্তে আ“মি ভিন্নদেশীয়দের নিকটে তোমার গুণের প্রশংস৷ ১ ০ “করিব, এবং তোমার নাম গান করিব ।” তারও লেখে, “হে অন্য জাতি সকল, তোমরা তাহার লো১১ “কের সহিত আনন্দ কর।” পুনৰ্ব্বার লেখে, “হে “সৰ্ব্ব দেশীয়েরা, তোমরা পরমেশ্বরের ধন্যবাদ কর ১২ “হে লোক সকল, র্তাহার প্রশংসা কর ।” তদ্ভিন্ন খিশয়িয়ও কহিয়াছে, “যিনি যিশয়ের মূলস্বৰূপ, তিনি ඒ. “অন্যদেশীয়দের উপরে কর্তৃত্ব করিতে দণ্ডায়মান হু“ইবেন, এবং অন্যদেশীয় লোকেরা তাহার প্রত্যাশ৷ ১৩ “করিবে ।” অতএব তোমরা যেন পবিত্র আত্মার প্রভাবে সম্পূর্ণ প্রত্যাশা প্রাপ্ত হও, এই জন্যে সেই প্রত্যাশাজনক ঈশ্বর প্রত্যয়দ্বারা তোমাদিগকে শান্তিতে ও অানন্দেতে পরিপূর্ণ করুন । ১৪ হে ভ্রাতৃগণ, তোমরা সম্ভাবযুক্ত ও সর্ব প্রকার জ্ঞানেতে পরিপূর্ণ, এবং পরম্পর উপদেশ করণে তৎ১৫ পর, ইহা অামি নিশ্চয় জানি । তথাপি আমি ঈশ্বরের দত্ত অনুগ্রহানুসারে তোমাদিগকে প্রবোধ দি১৬ বার জন্যে অংশক্রমে সাহসিক ৰূপে লিখিলাম । কেনন। অন্যদেশীয়েরা যেন পবিত্র আত্মার দ্বারা পবিত্রীকৃত হইয়া গ্রাহ নৈবেদ্যস্বৰূপ হয়, ভগ্নিমিত্তে আমি সুসমাচার জ্ঞাপনার্থে সেই অন্যদেশীয়দের নিকটে ১৭ যীশু খ্রীষ্টের সেবক আছি । তার ঈশ্বরের বিষয়ে যীশু খ্রীস্টদ্বারা আমার শ্লাঘ। করণের কারণ আছে । ১৮ কিন্তু বাক্যেতে ও ক্রিয়াতে, অর্থাৎ আশ্চৰ্য্য লক্ষণ ও চিহ্নদ্বারা এবং ঈশ্বরের আত্মার প্রভাবদ্বার। অন্যদে শীয়দিগকে তত্তে বহু করিবার জন্যে খ্রীষ্ট যদি আ| 521