পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ অধ্যায় ।] রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । @tRNご তবে ঐহিক ধন দিয়া উপকার করা তাহদের উচিত । ২৮ অতএব তাহাদিগকে সেই ফল দান পূর্বক এই কৰ্ম্ম সম্পন্ন করিলে ইম্পানিয়া দেশে যাত্রার সময়ে তোমা২৯ দের নিকট দিয়া যাইব । আর তৎকালে খ্রষ্টের সুসমাচার সম্বলিত সম্পূর্ণ আশীৰ্ব্বাদ পাইয় যে যাইব, ইহাতে আমার দৃঢ় প্রত্যাশা আছে । - ৩• হে ভ্রাতৃগণ, আমি প্ৰভু যীশু খ্রীষ্টের নামস্বার। এবং পবিত্র আত্মার প্রেমদ্বারা তোমাদিগকে এই বি৩১ নতি করিতেছি ; যেন যিহুদা দেশস্থ অবিশ্বাসি লোকদের হস্তহইতে রক্ষা পাই, এবং আমার যে সেব। যিৰূশালমস্থ পবিত্র লোকদের নিকটে আছে, তাহ। ৩২ যেন গ্রাহ্য হয় ; এবং ঈশ্বরের ইচ্ছ। যদি হয়, তবে অামি যেন তোমাদের নিকটে আহলাদে গমন করিয়৷ তোমাদের সহিত প্রাণ যুড়াইতে পারি, এই সকলের নিমিত্তে তোমরা অামার কারণ একান্তমনে ঈশ্বরের ৩৩ কাছে প্রার্থনাতে যত্নবান হও । শান্তিদায়ক ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন। আমেন ! ১৬ অধ্যায় । ১ পৌলদ্বারা ফৈবীর প্রশংসাপত্র ও অনেক রোমীয় লোকদের প্রতি নমস্কার ১৭ ও তাহাদের প্রতি পৌলের উপদেশ ২১ ও পৌলের সঙ্গি লোকদের নমস্কার প্রেরণ ২৫ ও মঙ্গলের নিমিত্ত্বে ঈশ্ব রের ধন্যবাদ করণ । ১ কিংক্রিয়। নগরীয় মণ্ডলীর সেবিকা ফৈী নামী আমাদের ধৰ্ম্মভগিনীর বিষয়ে তোমাদের নিকটে এই ২ উপরোধ করিতেছি ; সে তোমাদের নিকটে উপস্থিত। হইলে তোমরা তাহাকে প্রভুর আশ্রিত জ্ঞান করিয়া ভক্ত লোকদের বিহিত মতে অতিথি করিব, এবং তা 523