পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

意く○ রোমীয় মণ্ডলীর প্রতি পত্র । [১৬ অধ্যায় । আমার সহকারী তীমথিয় ও লুকিয় ও যাসোন ও ২১ আমার জ্ঞাতি সোষিপাত্র, ইহার তোমাদিগকে নমস্কার জানাইতেছে । আর এই পত্ৰলেখক তৰ্ত্তিয় ২২ নামে যে আমি, আমিও প্রভুর নামে তোমাদিগকে নমস্কার করিতেছি । এবং আমার ও তাবৎ মণ্ডলীর ২৩ আতিথ্যকারি গণয় তোমাদিগকে নমস্কার করিতেছে ; এবং ইরাস্ত নামে এই নগরাধ্যক্ষ, ও কৃৰ্ত্তি নামে এক জন ভ্রাতা, তাহারাও তোমাদিগকে নমস্কার করিতেছে । আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদের স- ২৪ কলকে অনুগ্রহ করুন । আমেন ! পূৰ্ব্বকালীয় সকল যুগে যে নিগুঢ় কথা গুপ্তভাবে ২৫ ছিল, কিন্তু তাবৎ দেশীয় লোক যেন প্রত্যয়ের অধীন হয়, এ নিমিত্তে অনাদি ঈশ্বরের আজ্ঞাপ্রমাণে ভবিষ্যদ্বক্তাদের উক্ত কথানুসারে সম্প্রতি প্রকাশ পাইতেছে, সেই প্রকাশিত নিগুঢ় কথাদ্বারা অর্থাৎ যীশু ২৬ খ্ৰীষ্ট বিষয়ে আমার প্রচারিত সুসমাচারদ্বারা যিনি তোমাদিগকে ধৰ্ম্মে সুস্থির করিতে সমর্থ হন, এমন ২৭ যে অদ্বিতীয় সৰ্ব্বজ্ঞ ঈশ্বর, যীশু খ্ৰীষ্টদ্বারা অনবরত র্তাহার ধন্যবাদ হউক । আমেন ! 526