পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ミレ* করিস্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। [১ অধ্যায়। বিহীন না হইয়া আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের পুনরাগমনের অপেক্ষা করিতেছ। এবং আগমণদের প্রভ ck যীশু খ্রীষ্টের দিবসে যেন তোমরা নির্দোষ হও, এই অভিপ্রায়ে তিনি শেষদিন পৰ্যন্ত তোমাদিগকে ধৰ্ম্মেতে সুস্থির করিয়া রাখিবেন । কেননা যে ঈশ্বর আপন পুত্র আমাদের প্রভূ যীশু খ্রীষ্টেতে অধিকার দিতে তোমাদিগকে আহবান করিয়াছেন, তিনি বিশ্বাস্য । হে ভ্রাতৃগণ, তোমাদের পরস্পর যেন কথার ঐক্য থাকে, ও কোন ভিন্নভাব না জন্মে, এবং তোমর যেন এক মনে ও এক পরামর্শে সংযুক্ত হও, এই জন্যে আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের নামে তোমাদিগকে বিনতি করি । হে আমার ভ্রাতৃগণ, তোমাদের মধ্যে যে পরস্পর বাদানুবাদ হইয়া থাকে, ক্লোয়ী নামীর পরিজন দ্বারা এমন সংবাদ পাইয়াছি । ইহা আমি কহি, তোমাদের কেহ২ বলে, আমি পোলের শিষ্য ; এবং কেহ২ বলে, আমি আপল্লোর ; আর কেহ২ বলে, আমি কৈফার (পিতরের) ; এবং কেহ২ বলে, আমি খ্রীষ্টের । খ্ৰীষ্ট কি ভিন্ন হইয়াছেন ? পৌল কি তোমাদের নিমিত্তে ক্রুশে হত হইয়াছে ? এবং পোলের নামেতে তোমরা কি বাপ্তাইজিত হইয়াছ ? অশমি ক্রীস্প ও গায় বিনা তোমাদের মধ্যে আর কাহাকেও বাস্তাইজ করি নাই, এই জন্যে ঈশ্বরের ধন্যবাদ করিতেছি ; ইহাতে আমি অপেন নামে স্বাস্তাইজ করিলাম, এ কথা কেহ বলিতে পারে না। আর স্তিফানের পরিজনকে বাপ্তাইজ করিয়াছি, তদ্‌ ভিন্ন আর কাহাকেও যে বাপ্তাইজ করিয়াছি, ইহা অামার মনে পড়ে না । 528 > c > * > 8. > No Y 8 > Go X \}