পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 মথিলিখিত সুসমাচার [১৪ অধ্যায়। নিক্ষেপ করিবে ; সেই স্থানে রোদন ও দন্তের ঘর্ষণ হইবে। যীশু তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি এই ৫ ১ সকল প্রসঙ্গ বুঝিলা ? তাহাতে তাহার কহিল, হঁ। প্রভো। তখন তিনি কহিলেন, আপন ভাণ্ডারহইতে নূতন ও পুরী- ৫২ তন সামগ্ৰী বাহির করে যে গৃহস্থ, তাহার ন্যায় স্বর্গরাজ্য বিষয়ে শিক্ষিত প্রত্যেক উপদেশক । পরে যীশু এই সকল দৃষ্টান্তকথা সমাপ্ত করিয়৷ তথা- ৫৩ হইতে প্রস্থান করিলেন । এবং স্বদেশে আসিয়া লোক- ৫৪ দিগকে ভজনালয়ে উপদেশ দিলেন ; তাহাতে তাহারা বিস্তৃত হইয়া কহিল, ইহার এমন জ্ঞান ও আশ্চৰ্য ক্রিয় কোথাহইতে হইল ? এ কি সূত্রধরের পুত্র নহে? এবং ৫৫ ৷ ইহার মাতার নাম কি মরিয়ম্ নয় ? এবং যাকুব ও যোশি ও শিমোন ও যিহুদা, এ সকল কি ইহার ভ্রাতৃগণ নহে? এবং ইহার ভগিনীগণ কি আমাদের মধ্যে নাই ? তবে ৫৬ এ কোথাহইতে এই সকল পাইল ? এই ৰূপে তিনি তাহ– ৫৭ দের বিষ্ণুস্বৰূপ হইলেন ; তাহাতে যীশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও আপন পরিবারের নিকট ব্যতিরেকে আর কুত্ৰাপি ভবিষ্যদ্বক্তা অসন্তান্ত হয় না । আর ৫৮ তিনি তাহদের অবিশ্বাস প্রযুক্ত সে স্থানে বিস্তর আশ্চৰ্য্য কৰ্ম্ম করিলেন না । ১৪ অধ্যায় । ১ যোহন বাপ্তাইজকের বধ ১৩ ও পাচ রুট ও দুই মৎস্যের দ্বারা পাচ সহসু লোককে ভোজন করাগুন ২২ ও সমুদ্রের উপর গ্রীষ্টের পদব্রজে গমন ৩৪ ও অনেক লোকের সুস্থ করণ । ঐ সময়ে হেরোদুরাজা যীশুর সুখ্যাতি শুনিয়া আপ- ১ নার দাসগণকে কহিল, এই ব্যক্তি যোহন বাপ্তাইজক হইবে ; মৃতদের মধ্যহইতে তাহার উত্থান হওয়াতে ২ 44