পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

む○ネ করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [৩ অধ্যায়। পবিত্র আত্মার জ্ঞাপিত বাক্যদ্বারা ঐ বিষয় কহিতেছি। কিন্তু সাংসারিক মনুষ্য ঈশ্বরের আত্মজ্ঞাপিত বাক্য মৃঢ়তাস্বৰূপ জ্ঞান করিয়া গ্রাহ করে না ; এবং তাহার তত্ত্বও বুঝিতে পারে না, যেহেতুক কেবল পারমার্থিক জ্ঞানদ্বারাই তাহ বোধগম্য হয় । যে জন পারমার্থিক, সে তাবতের তত্ত্ব বুঝে, কিন্তু তাহার তত্ত্ব কেহ বুঝিতে পারে না । কেনন। কে পরমেশ্বরের মত জানিয় তাহাকে উপদেশ দিতে পারে ? কিন্তু খ্রীষ্টের মত অামাদের অাছে ৷ ৩ অধ্যায় । ১ সাংসারিক হওন বিষয়ে অনুযোগ ৫ ও প্রভু বিনা সেবকের কর্ম বৃথা হওনের বিষয় ১৬ ও প্রভুর লোক ঈশ্বরের মন্দিরস্বরূপ ও তাহাদের শুচি ও কৃতজ্ঞ হওনের আবশ্যকতা । হে ভ্রাতৃগণ, তোমরা সাংসারিক ও খ্ৰীষ্টধৰ্ম্মে শিশুবৎ প্রযুক্ত যেমন পারমার্থিকদিগকে, তদ্রুপ তোমাদিগকে কহিতে পারিলাম না । তোমাদিগকে কঠিন দ্রব্য ভোজন না করাইয়া দুগ্ধ পান করাইয়াছি ; কেননা তোমরা পূৰ্ব্বকালে কঠিন দ্রব্য গ্রহণ করিতে অসমর্থ ছিল, এবং তোমাদের সাংসারিক বুদ্ধি প্রযুক্ত অদ্যাবধিও অসমর্থ আছ । যেহেতুক তোমাদের মধ্যে মাৎসৰ্য্য ও বিবাদ ও ভিন্নভাব ইত্যাদি এখনও আছে ; অতএব তোমরা কি সাংসারিক নও ? এবং মানুষের ন্যায় আচার ব্যবহার কি কর না ? তোমাদের মধ্যে কেহ ২ বলে, আমি পোলের শিষ্য ; এবং কেহ২ বলে, আমি আপলোর শিষ্য ; তবে তোমরা কি সাংসারিক নও ? পোল কে ? ও আপল্লো কে ? তাহার তোমাদের 532 > 8 X (t Y V, (t