পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] করিস্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। ৫৩৩ বিশ্বাসজনক সেবকমাত্র, এবং প্রভু প্রত্যেক জনকে ৬ স্ব স্ব ফল দিলেন । আমি রোপণ করিয়াছি, ও অ|পল্লো জল সেচিয়াছে ; কিন্তু ঈশ্বর তাহার বৃদ্ধি ক৭ রিয়াছেন । অতএব রোপক ও সেচক উভয়ই কিছু ৮ নয়, শস্যদাতা যে ঈশ্বর তিনিই সার । আর রোপক ও সেচক উভয়ই এক; কিন্তু যে যেমন শ্রম করিবে, ৯ সে তদনুসারে আপন ফল পাইবে । কেননা আমরা ঈশ্বরের সহিত কৰ্ম্মকারী ; তোমরা ঈশ্বরের ক্ষেত্রস্ব১০ ৰূপ ও ঈশ্বরের গাথনিস্বৰূপ হইয়াছ । আমি ঈশ্বরের কাছে যেৰূপ অনুগ্রহ পাইয়াছি, তদনুসারে এক নিপুণ গাখকের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি ; তাহার উপরে অন্যের গার্থে, কিন্তু কি ৰূপে গীথে, ১১ তদ্বিষয়ে প্রত্যেক জন সাবধান হউক । কেননা যীশু খ্ৰীষ্টৰূপ যে ভিত্তিমূল স্থাপিত হইয়াছে, তদ্ভিন্ন কেহ ১২ আর কোন ভিত্তিমূল স্থাপন করিতে পারে না । কিন্তু এই ভিত্তিমূলের উপরে কেহ যদি স্বর্ণ কি ৰূপ্য কি রত্ন কি কাষ্ঠ কি খড় কি নাড়া, যে কোন বস্তুদ্বার। ১৩ গাথে, তাহার গাথনি যে কি প্রকার, তাহ প্রকাশ পাইবে । বস্তুতঃ বিচারদিবসের অগ্নিদ্বার প্রকাশ পাইবে ; কেনন। প্রত্যেক জনের গাথনি যে কি প্রকার, ১৪ তাহার পরীক্ষা সেই অগ্নিদ্বারা হইবে । কিন্তু তদুপরি যে জনের গাথনি স্থায়ি হইবে, সে পুরস্কার পা১৫ ইবে । আর যে জনের গাথনি দগ্ধ হইবে, তাছারি ক্ষতি হইবে ; কিন্তু অগ্নিহইতে নির্গত ব্যক্তির ন্যায় হইয়। সে আপনি রক্ষা পাইবে । ১৬ তোমরা ঈশ্বরের মন্দিরস্বৰূপ, এবং ঈশ্বরের আত্ম। তোমাদের অন্তরে বাস করেন, ইহা কি জান না ? 533