পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ッ8 করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। [৪ অধ্যায় । যে কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তাছাকে ঈশ্বর ১৭ নষ্ট করিবেন ; কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর তোমরা সেই মন্দিরস্বৰূপ হইতেছ। কেহ আপনাকে ১৮ ভ্রান্ত না করুক ; তোমাদের মধ্যে কেহ যদি সাংসারিক বিষয়েতে আপনাকে জ্ঞানী করিয়া মানে, তবে সে জ্ঞানী হুইবার জন্যে আপনাকে মুখ জ্ঞান করুক। যেহেতুক এই সংসারের যে জ্ঞান, তাই। ঈশ্বরের নি- ১৯ কটে মুখতাস্বৰূপ ; এতদ্বিষয়ে লিপিও আছে, “তিনি “জ্ঞানি লোকদিগকে তাহণদের কৌশলৰূপ জালে বদ্ধ “করেন ৷” পুনশ্চ, “জ্ঞানি লোকদের কল্পনা যে অ- ২ • “নর্থক, তাহ পরমেশ্বর জ্ঞাত অাছেন।” অতএব কেহ ২১ মনুষ্যদিগেতে শ্লাঘ না করুক ; কেননা সকলই তোমাদের, পোল, কি আপল্লো, কি কৈফ, কি জগৎ, কি ২২ জীবন, কি মরণ, কি বর্তমান বিষয়, কি ভবিষ্যদ বিষয়, সকলই তোমাদের ; এবং তোমরা খ্রীষ্টের, ও ২৩ খ্ৰীষ্ট ঈশ্বরের । ৪ অধ্যায় । ১ গ্রীষ্টের সেবকের ভাণ্ডারিস্বরূপ হওন ১ ও তাঁহাদের দুঃখ ও ভাড়ন ১৪ ও তাঁহাদের অনুগামি হওনের আবশ্যকতা ১৮ ও করিস্থীয়দের প্রতি পৌলের শাসনবাক্য । লোক আমাদিগকে ঈশ্বরের নিগুঢ় বিষয়ের ভাণ্ডা- ১ রিস্বৰূপ খ্রীষ্টের সেবক বলিয়া জ্ঞান করুক । কিন্তু ভাণ্ডারী যে বিশ্বসনীয় হয়, ইহা আবশ্যক । ইহাতে ৩ তোমাদের দ্বারা কি অন্য কোন মনুষ্যদ্বার। আমি যে বিচারিত হই, ইহা অতি লঘু বোধ করি ; আমি অণপনার বিচারকর্তী আপনি নহি । আমি আপনাকে ৪ দোষী করি না, তথাপি তাহাতে আমি নির্দোষ নহি ; 534 R.