পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায়।] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । 登いうA ৫ অধ্যায় । ১ এক জনের মহাপাপের কথা ৬ ও পুরাতন তাড়ীরূপ দুষ্টতা ত্যাগ করণের অজ্ঞ ৯ ও মহীপাপি ভুতার সহিত পৃথক হওনের কথা । ১ অপর দেবপূজকদের মধ্যেও যে ৰূপ ব্যভিচারের নাম শুনা যায় নাই, এমন ব্যভিচার তোমাদের মধ্যে আছে, ফলতঃ তোমাদের এক জন আপন বিমাতৃগমন করে, এ কথা সচরাচর জনরব হইতেছে । ২ এবং তোমরা খেদ করণ পূর্বক এমত দুষ্কৰ্ম্মকারি ব্যক্তিকে আপনাদের মধ্যহইতে বহির্ভূত না করিয়া ৩ কি দৰ্প করিতেছ? যে ব্যক্তি এই দুষ্কৰ্ম্ম করিয়াছে, আমি শরীরেতে দূরস্থ হইলেও আত্মাতে নিকটস্থ হইয়। উপস্থিত ব্যক্তির ন্যায় তাহার বিষয়ে এই বি৪ চার করিলাম ; তোমরা আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের নামে আমার আত্মার সহিত একত্র হইয়। অামাদের ৫ প্রভূ যীশু খ্রীষ্টের দত্ত ক্ষমতাদ্বারা ঐ ব্যক্তির শরীরে দুঃখভোগের নিমিত্তে শয়তানের হস্তে তাহাকে সমর্পণ কর, তাহাতে প্রভূ যীশুর বিচারদিনেতে তাহার আত্মা পরিত্রাণ পাইতে পারে । ৬ তোমাদের দপ কর। ভাল নয়, কেননা অল্প তাউীতে সমুদয় সুজী তাড়াময় হইয়া যায়, ইহা কি ৭ তোমরা জান না ? অতএব তোমরা পুরাতন তাড়ী কর, তাহাতে তোমরা যথোচিত তাড়ীশূন্য হইয়া নূতন পিষ্টকস্বৰূপ হইবা ; কেননা নিস্তারপর্বের মেষস্বৰূপ যে খ্রীষ্ট, তিনি আমাদের নিমিত্তে বলী৮ ক্লত হইয়াছেন। অতএব আইস, আমরা পুরাতন তাড়ীর দ্বারা অর্থাৎ দুষ্টতা ও জিঘাংসারূপ তাড়ীর 537