পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায়।] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ৫৩৯ আর জগজ্জনের বিচার করিতে যদি তোমাদের অধিকার থাকে, তবে এই অতি ক্ষুদ্র বিচার করিতে ৩-তোমরা কি যোগ্য নও ? অার আমরা দুতগণেরও বিচার করিব, ইহাও কি জান না ? তবে কি এই ৪ সাংসারিক বিষয়ে বিচার করিব না ? অতএব তোমাদের মধ্যে সাংসারিক বিষয়ে কোন বিবাদ উপস্থিত হইলে, তাহার বিচার করণার্থে মণ্ডলীর মধ্যে ক্ষুদ্র৫ তমৰূপে গণিত লোককে নিযুক্ত কর ; আমি তোমাদের লজ্জার এই কথা কহি । আপন ভ্রাতার বিবাদ ভঞ্জনার্থে বিচার করিতে সমর্থ, তোমাদের মধ্যে ৬ কি এমন বুদ্ধিমান লোক এক জনও নাই ? এই কারণ কি এক ভ্রাতা অন্য ভ্রাতার সহিত বিবাদ ক৭ রিয়া অবিশ্বাসি লোকদিগের নিকটে তাহ উপস্থিত করে ? তোমরা যে পরস্পর বিবাদ করিয়া থাক, এই তোমাদের একটি নিতান্ত দোষ ; তোমরা কেন বরং অন্যায় সহ্য কর না ? কেন বরং ক্ষতি স্বীকার কর ৮ না? কিন্তু তোমরা আপন ভ্রাতৃগণেরও প্রতি অন্যায় করিতেছ, ও তাহদের ক্ষতি করিতেছ ৷ ৯ অণর ঈশ্বরের রাজ্যেতে অন্যায়কারি লোকদের যে অধিকার নাই, ইহা কি তোমরা জান না ? এ বিষয়ে ভ্রান্ত হইও না ; যাহারা ব্যভিচারী কি দেবপূজক কি পারদরিক কি স্ত্রীবৎ ব্যবহারী কি পুং১ • মৈথুনকারী কি চোর কি লোভী কি মত্ত কি নিন্দক কি দুবৃত্ত, তাহারা ঈশ্বররাজ্যে অধিকার পাইবে না। ১১ তোমরাও এই প্রকার লোক ছিল ; কিন্তু তোমর। আমাদের প্রভূ যীশুর নামে ও আমাদের ঈশ্বরের অ আৰ্দ্ধার ধৌত ও পবিত্রীকৃত ও পুণ্যবান গণিত হইয়াছ। 539