পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। BG তাহাদ্বারা এ ৰূপ আশ্চৰ্য্য ক্রিয় প্রকাশ পাইতেছে । ৩ পূৰ্ব্বে হেরোদ আপন ভ্রাতা ফিলিপের স্ত্রী হেরোদিয়ার অনুরোধে যোহনকে ধরিয়া বন্ধন করিয়া কারাগারে ৪ রাখিয়াছিল । কেনন যোহন কহিয়াছিল, ইহাকে রাখা ৫ তোমার কৰ্ত্তব্য নহে । তাহাতে রাজা তাহাকে বধ করিতে ইচ্ছা করিয়াও লোকদিগকে ভয় করিয়াছিল, ও যেহেতুক সকলে যোহনকে ভবিষ্যদ্বক্তৃরূপে মানিত । কিন্তু হেরোদের জন্মদিনের উৎসব উপস্থিত হইলে, হেরোদিয়ার কন্যা রাজাদির সম্মুখে নৃত্য করিয়া হেরোদের তুষ্টি ৭ জন্মাইল । তাহাতে রাজা দিব্য পূর্বক এই প্রতিজ্ঞ ৮ করিল, তুমি যাহা চাহ, আমি তাহাই দিব । সে কন্যা আপন মাতাহইতে শিক্ষা পাইয়। কহিল, যোহন বাপ্তাই৯ জকের মস্তক থালাতে করিয়া আমাকে দিউন । তাহাতে রাজা শোকান্বিত হইল, কিন্তু আপন দিব্যের এবং ভোজনোপবিষ্ট সঙ্গিদের অনুরোধে তাহ দিতে আজ্ঞ ১০ করিল । পরে কারাগারে লোককে পাঠাইয়। যোহনের ১১ মস্তক ছেদন করাইয়। তাহ থালাতে আনাইয়। ঐ কন্যাকে ১২ দিলে সে আপন মাতার নিকটে লইয়। গেল । পরে যোহনের শিষ্যগণ আসিয়া দেহ লইয়া গিয়। কবর দিল, এবং যীশুর নিকটে গিয়া এই সংবাদ কহিল । ১৩ অনন্তর যীশু ইহা শুনিয়। নৌকযোগে একাকী নির্জন স্থানে গমন করিলেন ; পরে লোকের তাহ শুনিয়া নগর২ হইতে আসিয়া পদব্রজে র্ত হার পশ্চাৎ গমন করিল ৷ ১ ৪ তখন যীশু বাহিরে আসিয়া মহালোকারণ্য দেখিয় তাহদের প্রতি করুণাবিষ্ট হইলেন, ও তাহদের পীড়িত লোক১৫ দিগকে সুস্থ করিলেন । পরে সন্ধ্যাকাল উপস্থিত হইলে শিষ্যগণ র্তাহার নিকটে আসিয়া কহিল, এই নির্জন স্থান, 45