পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। 6 8 ৭ অধ্যায় । ১ বিবাহের বিবরণ ১০ ও স্ত্রীপুরুষের পৃথক না হওনের কথা ১৭ ও অাপন ২ পদে থাকনের বিবরণ ২৫ ও অবিবাহিত থাকনের কথা ৩৬ ও কন্যার বিবাহের বিবরণ ৩৯ ও স্ত্রীলোকের দ্বিতীয় বার বিবাহ করণের বিবরণ। ১ আর তোমরা আমাকে যে২ কথা লিখিয়াছ, তাহদের একের উত্তর এই, স্ত্রীলোককে স্পর্শ না করা ২ ভাল ; কিন্তু ব্যভিচার কৰ্ম্ম নিবারণের নিমিত্তে এক২ পুরুষের নিজের এক২ স্ত্রী হউক, এবং এক২ নারীর ৩ এক ২ স্বামী হউক । এবং স্বামী ভাৰ্য্যার সহিত এবং ভাৰ্য্যা স্বামির সহিত পরস্পর উপযুক্ত প্রণয়ব্যবহার ৪ করুক। স্ত্রীর আপন শরীরে আপনার অধিকার নয়, কিন্তু স্বামির ; এবং তদ্রুপ স্বামির অাপন শরীরে আপনার অধিকার - নয়, কিন্তু স্ত্রীর অধিকার হয় । ৫ তোমরা দুই জন একপরামর্শ হইলে উপবাস ও প্রখনার সুসারের নিমিত্তে কিছু কাল পৃথক থাকিতে পার, এতদ্ভিন্ন তোমরা এক জন অন্য জনকে বঞ্চিত করিয়া রাখিও না ; পরে শয়তান যেন ইন্দ্রিয়ের অধৈৰ্য্যদ্বারা তোমাদিগকে পরীক্ষাতে না ফেলে, তনিমিত্তে আসিয়া পুনর্বার এক স্থানে একত্র হও । ৩ ইহা অাজ্ঞাদ্বারা নয়, কিন্তু পরামর্শদ্বারা কহিতেছি । ৭ কেনন। সকল মনুষ্যই যে আমার সদৃশ হয়, এই আমার বাসনা ; কিন্তু প্রত্যেক জন কেহ এক প্রকার ও কেহ অন্য প্রকার ঈশ্বরদত্ত দান পাইয়াছে। ৮ শ্রীহীন পুরুষগণের এবং বিধবাবর্গের প্রতি আমার ১ নিবেদন এই, তাহার। যদি আমার ন্যায় থাকিতে ৯ পারে, তবে ভালই ; কিন্তু যদি না পারে, তবে বি 54 |