পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] করিন্থীয় মগুলীর প্রতি প্রথম পত্র । )t8 כא আহুত হইয়াছে, সে তেমনি রীতিতেই আচরণ করুক ; এই প্রকারে আমি সমস্ত মণ্ডলীতে ব্যবস্থা দিতেছি । ১৮ ফলতঃ কোন ব্যক্তি যদি ত্বকছেদী হইয়৷ আহুত হয়, তবে সে অত্বকছেদী না হউক ; এবং যে ব্যক্তি অত্বকছেদী হইয়৷ আহুত হয়, সে ত্বকছেদী না হউক । ১৯ ত্বকছেদ কিছু নয়, এবং অত্বকছেদও কিছু নয় ; ঈ২• শ্বরের তাজ্ঞ যে পালন করা, তাহাই সার । অতএব যে জন যে পদে থাকিয়৷ আহুত হয়, সে সেই ২১ পদেতেই থাকুক । তুমি যদি দাস হইয়া অভূত হইয়া থাক, তাহাতে কিছু ভাবিত হইও না ; কিন্তু ২২ যদি মুক্ত হইতে পার, তবে বরং মুক্ত হও । কেননা যে জন দাস হইয়া প্রভুকর্তৃক আহুত হয়, সে প্রভুর মুক্ত ব্যক্তি ; এবং যে জন মুক্ত হইয়৷ আহুত ২৩ হয়, সেও তদ্রুপ খ্রীষ্টের দাস । তোমরা বিশেষ মূল্যদ্বার। ক্রীত হইয়াছ, অতএব কোন মনুষ্যদের ২ ৪ দাস হইও না । হে ভ্রাতৃগণ, তোমাদের প্রত্যেক জন যে কোন পদে থাকিয়া আহুত হয়, ঈশ্বরের সাক্ষাতে সেই পদেই থাকুক । * ২৫ অপর অবিবাহিত লোকদের বিষয়ে প্রভুর কোন আজ্ঞ। পাই নাই ; কিন্তু বিশ্বাসপাত্র হইবার জন্যে প্রভুর অনুগ্রহ পাইয়। আপনি এই পরামর্শ দিতেছি। ২৬ উপস্থিত দুঃখ প্রযুক্ত মনুষ্যের অবিবাহিত থাক। ভাল, ২৭ আমার এমন বোধ হয় । কিন্তু তুমি যদি বিবাহ বন্ধনেতে বদ্ধ হইয়া থাক, তবে তাহ হইতে মুক্তি চেষ্টা করিও না ; আর যদি মুক্ত হইয়। থাক, তবে ২৮ খ্রীর চেষ্টা করিও না । কিন্তু বিবাহ করিলেও তো মার পাপ হয় না ; আর অনুঢ়া কন্য। যদি বিবাহ 543