পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ৫৪৫ ওয়া অবশ্যক এবং কন্যাকে অবিবাহিত রাখা অনুচিত, ইহা যদি কেহ বোধ করে, তবে ইচ্ছানুসারে ৩৭ করিলে পাপ নাই ; তাহার। বিবাহ করুক । কিন্তু বিবাহ অনাবশ্যক হইলে যে ব্যক্তি স্থিরচিত্ত হইয়। আপন অভিমত বশ করিয়া আপন কন্যাকে অবিবাহিত রাখিতে মনে নিশ্চয় করে, সে উত্তম কৰ্ম্ম করে । ৩৮ ফলতঃ যে জন বিবাহ দেয়, সে ভাল করে ; এবং যে জন না দেয়, সে তারও অধিক ভাল করে । ৩৯ যত দিন স্বামী বৰ্ত্তমান থাকে, তত দিন স্ত্রী বিবাহ বন্ধনেতে বদ্ধ থাকে ; কিন্তু স্বামির মহানিদ্রা হইলে পর সে মুক্ত হইয়া কেবল প্রভুভক্তদের মধ্যে যে কোন ব্যক্তি তাহার মনোনীত হয়, তাহাকেই বিবাহ ৪ • করিতে পারে । কিন্তু সে যদি আর বার বিবাহ ন৷ করিয়া আমনি থাকে, তবে আরও অধিক সুখী হইতে পারে, অামার এই বিচার হয় ; এবং বোধ হয়, ঈশ্বরের আত্মা আমার মধ্যবৰ্ত্তী আছেন । ৮ অধ্যায় । ১ দেবতার নিবেদিত সামগ্রী ভোজনের বিষয় ও দুর্বল লোকদের প্রতি দয়া করণের কথা । ১ দেবপ্রসাদের বিষয়ে আমাদের সকলের জ্ঞান আ|ছে, ইহা আমরা জানি ; তথাপি সেই জ্ঞান অহং২ কার জন্মায়, কিন্তু প্রেমহইতে নিষ্ঠ হয়। অতএব যদি কেহ মনে ২ ভাবে, আমার কিছু জ্ঞান আছে, তবে ৩ প্রকৃত ৰূপে তাহার কোন জ্ঞান নাই । কিন্তু যে জন ঈশ্বরকে প্রেম করে, সে ঈশ্বর কর্তৃক পরিচিত ৪ হয় । দেবতার বলিপ্রসাদ ভোজনের প্রস্তাবে আগমণদের জ্ঞান আছে ; বস্তুতঃ দেবতা কিছু নাই, এবং 545