পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৪৬ করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [৮ অধ্যায় । “এক ঈশ্বরে দ্বিতীয়ে নাস্তি, ইহা অামরা জানি । যদ্যপি অনেক দেবতা ও অনেক প্রভু আছে, এবং ৫ আকাশ ও পৃথিবীতে ঈশ্বরনামে অনেক বস্তু আছে ; তথাপি র্যাহাহইতে তাবৎ বস্তু, ও যাহার নিমিত্তে ৬ আমরা সৃষ্ট হইয়াছি, এমন পিতাস্বৰূপ আমাদের অদ্বিতীয় ঈশ্বর অাছেন ; এবং র্যাহাদ্বারা তাবৎ বস্তু ও আমরা সৃষ্ট হইয়াছি, এমন যে যীশু খ্ৰীষ্ট, তিনিই আমাদের এক প্রভু ! কিন্তু সকলের এমত জ্ঞান ৭ নহে ; যেহেতুক কতক লোক এখন পৰ্যন্ত দেবতাকে মানিয়া দেবতার প্রসাদ বলিয়া সামগ্ৰী তোজন করে ; তাহাতে তাহদের মন দুর্বলতা প্রযুক্ত মলিন হয় । কিন্তু খাদ্য সামগ্ৰীদ্বারা যে আমরা ঈশ্বরের নিকটে ৮ প্রতিষ্ঠিত হইতে পারি এমন নয় ; যেহেতুক ভোজন করিলে আমাদের লাভ নাই, এবং না করিলে আমাদের ক্ষতিও নাই । অতএব তোমাদের এই ক্ষমত ৯ যেন দুৰ্ব্বল লোকদের বাধাস্বৰূপ না হয়, এতদ্বিষয়ে সাবধান থাক । কেননা জ্ঞানী যে তুমি, তোমাকে ১ • কেহ যদি দেবালয়ে ভোজনোপবিষ্ট দেখে, তবে তাহার মনের দুর্বলতাদ্বারা ঐ প্রসাদ ভোজন করিতে সে জনও সাহসী হইবে । তাহাতে যাহার নিমিত্তে ১১ খ্ৰীষ্ট মরিলেন, সেই দুৰ্ব্বল ভ্রাতা তোমার জ্ঞানদ্বারা কি নষ্ট হইবে ? কিন্তু ভ্রাতৃগণের দুর্বল মনে আ- ১২ ঘাত করিয়া তাহদের বিরুদ্ধে এই পাপ করিলে তোমরা খ্রীষ্টের বিরুদ্ধে পাপ কর । অতএব মাংস ১৩ ভোজন যদি আমার ভ্রাতার বিমুস্বৰূপ হয়, তবে ভ্রাতার বিঘুম্বৰূপ যেন ন হই, এই নিমিত্তে আমি ম্বাবজ্জীবন মাংস ভোজন করিব না । 546