পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q8 bo করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। [৯ অধ্যায়। বিশেষ ৰূপে আমাদের নিমিত্তে এই কথা কহেন ? অবশ্য আমাদেরই নিমিত্তে এই কথা লিখিত ছিল ; তাহাতে যে জন চাস করে, সে প্রত্যাশাতেই যেন চাস করে ; এবং যে জন শস্য মাড়ে, সে বাঞ্ছিত শস্যপ্রাপ্তির প্রত্যাশাতেই যেন মাড়ে । আমরা তোমাদের নিমিত্তে যদি পারমার্থিক বীজ রোপণ করিয়াছি, তবে তোমাদের সাংসারিক ফলের যে অংশী হইব, এ কি আশ্চৰ্য্য ? তোমাদের উপরে যদি অন্যের অধিকার থাকে, তবে আমাদের কি তদপেক্ষা অধিক থাকিবে না ? তথাচ ঐ অধিকার আমরা ব্যবহারে আনি নাই, কেননা আমাদের দ্বারা গ্রীটের সুসমাচারের বিঘু যেন ন হয়, এই জন্যে আমরা সকলি সহ করি । নতুবা যাহারা মন্দিরে সেবা করে, তাহাদের ঐ সেবাই উপজীবিকা হয় ; এবং যাহার। বেদির সেবা করে, তাহদের ঐ সেবাই উপজীবিক হয়, ইহা কি তোমরা জান না ? সেই ৰূপে যাহার। সুসমাচার প্রচার করে, তাহদের সেই প্রচার করণ উপজীবিকা হয়, প্রভুও এই নিৰূপণ করিয়াছেন । আমি এতজপ ব্যবহার করি নাই, এবং আমার প্রতি ইহা করিতে হইবে, এই আশয়েতেও এই সকল কথা লিখিতেছি এমন নয় ; কেনন। কোন ব্যক্তির দ্বারা আমার এই যশঃ বৃথা করণ অপেক্ষ বরঞ্চ আমার মরণ ভাল । আমি যদ্যপি সুসমাচারের কথা প্রচার করি, তথাপি আমার যশঃ নাই ; আমার উপরে এমন ভার আছে, আর সুসমাচার প্রচার না করিলে আমার সন্তাপ ঘটিবে । আমি যদি স্বেচ্ছাতে এই কৰ্ম্ম করি, তবে আমার ফল আছে ; কিন্তু 548 > y > R > Nう X 8 > (t × y) > R